Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছুটি না পেয়ে ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক : 

অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত ৪ সহকর্মীকে ছুরিকাঘাত করেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অমিত সরকার নামে ওই ব্যক্তি কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। অফিসের সিসিটিভি থেকে দেখা যায়, হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার একটি ব্যাগ পিঠে এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।

সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ছুটি নেয়ার জন্য তার সহকর্মীদের সাথে ঝগড়ার পরে, সে তাদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে এবং তারপর পালানোর চেষ্টা করে।

তার আহত সহকর্মী জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ এবং শেখ সাতাবুলকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। অমিত সরকারের মানসিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছুটি না পেয়ে ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

প্রকাশের সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত ৪ সহকর্মীকে ছুরিকাঘাত করেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অমিত সরকার নামে ওই ব্যক্তি কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। অফিসের সিসিটিভি থেকে দেখা যায়, হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার একটি ব্যাগ পিঠে এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।

সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ছুটি নেয়ার জন্য তার সহকর্মীদের সাথে ঝগড়ার পরে, সে তাদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে এবং তারপর পালানোর চেষ্টা করে।

তার আহত সহকর্মী জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ এবং শেখ সাতাবুলকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। অমিত সরকারের মানসিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।