পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণা করা হচ্ছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। সেতুটি নির্মাণ করছেন চীনা প্রকৌশলীরা। ওই সেতুর এক চীনা টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত চীনা নাগরিক লাওফাং (৫৮) ওই প্রকল্পের প্রধান টেকনিশিয়ান ছিলেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন জানান, আজ বুধবার সন্ধ্যার সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় হামলার ঘটনা ঘটে। ছিনতাইকারী লাওফাংয়ের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
আরও পড়ুন : তিন্নিকে নির্যাতন করা সেই জামিরুল গ্রেফতার
স্থানীয়রা লাওফাংকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, বুকের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লাওফাং মারা গেছেন।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, লাওফাং নির্মাণাধীন সেতু এলাকায় অবস্থিত তার আবাসস্থল থেকে লেবার শেডে যাচ্ছিলেন। তার সঙ্গে শ্রমিকদের বেতনের টাকা ছিল।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন জানান, ছুরি, টাকা ও সাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে।