Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি : হারুন

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছে। তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মূলত, নিরাপত্তার কথা চিন্তা করেই ওপরের নির্দেশে ওই সমন্বয়কদের আনা হয়েছে। কী কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দশ্যমূলকভাবে এখানে রাখা হয়নি।

ডিবির হেফাজতে থাকা ওই ছয় সমন্বয়ক হলেন—মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ যাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি : হারুন

প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছে। তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মূলত, নিরাপত্তার কথা চিন্তা করেই ওপরের নির্দেশে ওই সমন্বয়কদের আনা হয়েছে। কী কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দশ্যমূলকভাবে এখানে রাখা হয়নি।

ডিবির হেফাজতে থাকা ওই ছয় সমন্বয়ক হলেন—মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ যাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।