স্পোর্টস ডেস্ক :
শিরোপা উৎসব করেই পিএসজিকে বিদায় জানালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড আগেই ঘোষণা দিয়েছেন, মৌসুম শেষে প্যারিস ছাড়বেন। মত না পাল্টালে প্যারিসের ক্লাবটির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ফরাসি তারকা। কারণ, অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালই ছিল চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ।
এমবাপ্পের বিদায়ী ম্যাচে লিঁকে হারিয়ে ২-১-এ হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি।
ফ্রেঞ্চ কাপ জিতে ঘরোয়া ট্রেবলও পূর্ণ করেছে লুই এনরিকের দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জেতার আগে ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে পিএসজি। কাপে সবচেয়ে বেশিবার শিরোপা জেতার রেকর্ড তাদেরই। এবার নিয়ে ১৫তমবার ট্রফি জিতে রেকর্ডটা আরো উঁচুতে নিয়ে গেল পিএসজি।
বিদায়টা শিরোপার আবিরে রাঙালেও পিএসজি জার্সিতে শেষ ম্যাচে গোলের দেখা পাননি এমবাপ্পে। পার্ক দ্য প্রিন্সেসে সাতটি রঙিন বসন্ত কাটিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোলের রেকর্ড নিয়ে তিনি প্যারিস ছাড়ছেন। এমবাপ্পে জিততে সমস্যা হয়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।
স্তাদে পিয়ের মাউরোয়ের বাইরে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি ও লিওর সমর্থকরা। পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনলে নির্ধারিত সময়েই শুরু হয় ম্যাচ। ২২ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৪ মিনিটে দুরূহ কোণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইস। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দিলেও পিএসজিকে চ্যাম্পিয়ন হওয়া থেকে রুখতে পারেনি লিও। ফ্রেঞ্চ কাপে এটি পিএসজির রেকর্ড ১৫তম ও তিন বছর পর প্রথম শিরোপা।
ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে হেরে ইতি ঘটে লেভারকুসেনের অজেয় যাত্রার। তবে কয়েকদিনের ব্যবধানে ফের শিরোপা উৎসবে মাতল জার্মান ক্লাবটি। ১৭ মিনিটে ২০ মিটার দূর থেকে গ্রানিত জাকার ছোড়া মিসাইলে জয়সূচক গোলটি পায় তারা। কিন্তু ৪৪ মিনিটে ওদিলন কোসোনু লাল কার্ড দেখলে পরিণত হতে হয় ১০ জনের দলে।
তা সত্ত্বেও শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে লেভারকুসেন। ৩১ বছর আগে সবশেষ ডিএফবি পোকালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এদিন গোল না পেলেও, মৌসুমজুড়ে পিএসজির সাফল্যের বড় দাবিদার তো এমবাপেই। পিএসজির জার্সিতে সাত বছরের ক্যারিয়ারে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন এমবাপে। ক্লাবটির কিংবদন্তি বলা হলেও হয়তো ভুল হবে না। তার বিদায়ী ম্যাচে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমবাপের সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি ভালোবাসার আলিঙ্গনও করেছেন। এদিকে, ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়ে, ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের আনন্দে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল।
২০১৭ সালে রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। লিগ ওয়ানের ৬টি শিরোপা, ৪টি ফ্রেঞ্চ কাপ, ২টি লিগ কাপ জিতে সাত বছর পর পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন তিনি।
তবে আরাধ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা পিএসজিকে এনে দিতে পারেননি এমবাপ্পেরা। তবে শিরোপায় বিদায় বলতে পারায় দারুণ উচ্ছ্বসিত এমবাপ্পে, ফাইনালে শিরোপা জিতে শেষ করতে পারার মতো ভালো কিছু আর নাই। সত্যিই আমার খুব ভালো লাগছে। মাথাটা উঁচু করে শিরোপা জিতে বিদায় নিচ্ছি। সুতরাং শুধু ভালো দিকগুলোই মনে রাখব।
শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘এখন পিএসজির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তবে আমি খুবই খুশি শিরোপা জিতে শেষ করতে পারায়। এখানে ইতিহাস সৃষ্টি করতে পেরে এবং এর অংশ হতে পেরে আমি খুশি। ‘