বিএনপির কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবিনে ইউসুফের বিরুদ্ধে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও সাবেক যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ একটি উঠান বৈঠকে বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ , এ এফ এম কাইয়ুম জঙ্গীর নিকট থেকে পৌরসভা নির্বাচনে ও মাহাবুবুল হাসান পিংকুর নিকট থেকে উপজেলা পরিষদ নির্বাচনে উৎকোচ নিয়ে মনোনয়ন দিয়েছেন বলে অভিযোগ করেন।
এই মিথ্যাচারের প্রতিবাদে রোববার রাতে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসভবন ময়েজ মঞ্জিলে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সংবাদ সম্মেলন করেন ।
আরও পড়ুন : ফরিদপুরে নির্বাচনী উঠান বৈঠক
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় যুবদল নেতা মাহাবুবুল হাসান পিংকু ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গী বলেন পলাশ ও জুয়েল উঠান বৈঠকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে টাকার বিনিময়ে কেনা যায় না , তিনি একজন উদার মনের মানুষ ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া , শহর বিএনপির সভাপতি রেজাউল , মহানগর যুব দলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ , সাবেক যুবদল সভাপতি এ কে কিবরিয়া স্বপন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ ।