স্পোর্টস ডেস্ক :
কলকাতা নাইট রাইডার্সের জন্য প্রত্যেকটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। জয়ের কোনো বিকল্প নেই, হারলেই বিদায়ের পথে এগোতে হবে আরও একধাপ। পারফরম্যান্স এই ভালো তো এই খারাপ, এভাবেই চলছে। এবার চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে বাঁচিয়ে রেখেছে প্লে-অফে খেলার আশা।
চেপকে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কলকাতার। এবারও দলটির জয়ের নায়ক ধারাবাহিক পারফরমার রিংকু সিং। ৩৩ রানে ৩ ব্যাটারের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন নিতিশ ও রিংকু। দুজনেই করেন ফিফটি। রিংকু অবশ্য ম্যাচ জেতা পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি। লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে রান আউট তিনি, ৪৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন।
নিতিশ ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে আন্দ্রে রাসেল ২ বলে ২ রানে খেলছিলেন। ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করে কলকাতা। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার তিন উইকেট নেন।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি চেন্নাই। শিভাম দুবে ছাড়া মিডল অর্ডারের বাকি ব্যাটাররা সেভাবে অবদান রাখতে পারেননি। ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন দুবে। তাতে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন।
এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো কলকাতার দলটি। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের আর একটি করে ম্যাচ বাকি মাত্র।