Dhaka মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালাইপুর–আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা এবং ওই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

রুইতনপুর গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন, বিউটি খাতুন মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে ভগিরতপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। চিৎলা-রুইতনপুর এলাকায় পৌছুলে হঠাৎ বিউটি খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।

পরে গুরুতর আহত বিউটি খাতুনকে তার স্বামী মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্বামীর মোটরসাইকেল থেকে স্ত্রী পড়ে মারা গেছে। তবে কোনো অভিযোগ পাওয়া না গেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

প্রকাশের সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালাইপুর–আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা এবং ওই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

রুইতনপুর গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন, বিউটি খাতুন মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে ভগিরতপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। চিৎলা-রুইতনপুর এলাকায় পৌছুলে হঠাৎ বিউটি খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।

পরে গুরুতর আহত বিউটি খাতুনকে তার স্বামী মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্বামীর মোটরসাইকেল থেকে স্ত্রী পড়ে মারা গেছে। তবে কোনো অভিযোগ পাওয়া না গেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।