Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদরে আশাবুল হক নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে কোনো এক সময় বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহেল (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার আশাবুল হকের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, সোহেল ও তার পিতা আশাবুল হক মিলে চুয়াডাঙ্গা বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে খেজুর গাছ কাটতেন। পাশেই বেলগাছি জোয়ারদার পাড়ার পাড়ার ফারুকের পেয়ারা বাগান। সোহেল ফারুকের পেয়ারা গাছের ডাল ভেঙেছে এমন কথা বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় ফারুক সোহেলকে মেরে গুরুতর আহত করেন। এরই জের ধরে সোমবার রাতের যেকোনো সময় ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যা করেন।

সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে এসে দেখেন ভুট্টা ক্ষেতে সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানা গেছে।

এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

প্রকাশের সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদরে আশাবুল হক নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে কোনো এক সময় বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহেল (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার আশাবুল হকের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, সোহেল ও তার পিতা আশাবুল হক মিলে চুয়াডাঙ্গা বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে খেজুর গাছ কাটতেন। পাশেই বেলগাছি জোয়ারদার পাড়ার পাড়ার ফারুকের পেয়ারা বাগান। সোহেল ফারুকের পেয়ারা গাছের ডাল ভেঙেছে এমন কথা বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় ফারুক সোহেলকে মেরে গুরুতর আহত করেন। এরই জের ধরে সোমবার রাতের যেকোনো সময় ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যা করেন।

সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে এসে দেখেন ভুট্টা ক্ষেতে সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানা গেছে।

এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।