Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বাড়াদি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।

দামুড়হুদা পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার সকালে ভারতীয় বিএসএফ তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হকসহ একদল গরু চোরাচালানিরা দামুড়হুদা বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করেন। এ সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই খাজা মইনুদ্দিন ও সাজিদুল হক নিহত হন। পরে রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সরকারি ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৫:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বাড়াদি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের শফিউল্লাহর ছেলে খাঁজা মইনুদ্দিন (২২) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুল হক (২৪)।

দামুড়হুদা পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার সকালে ভারতীয় বিএসএফ তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হকসহ একদল গরু চোরাচালানিরা দামুড়হুদা বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের প্রবেশ করেন। এ সময় নদীয়া জেলার ভারতীয় গোবিন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই খাজা মইনুদ্দিন ও সাজিদুল হক নিহত হন। পরে রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সরকারি ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।