Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আঘাত হানে ভূমিকম্প। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূকম্পনের উৎপত্তিস্থল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। তবে চীনা কর্তৃপক্ষ বলছে, এ মাত্রা ছিল ৬.২।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানায়, চীনের দারিদ্রপীড়িত অঞ্চল গানসুর ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব বেশি অনূভূত হয়েছে। মাঝরাতে এমন একটি সময়ে ভূমিকম্প হয়, যখন তীব্র তুষারপাতের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের ঘরে ঘুমন্ত ছিল। এ কারণে হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।

ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ দেখা গেছে।

কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন। এছাড়া সময়মতো আহতদের চিকিৎসা এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও ২৩ জন আহত হয়। ধসে পড়ে বেশ কিছু ভবন। সবশেষ সেপ্টেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশ ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ মারা যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রংপুরে ১১ মাসে ৪১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১৩

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

প্রকাশের সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আঘাত হানে ভূমিকম্প। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূকম্পনের উৎপত্তিস্থল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। তবে চীনা কর্তৃপক্ষ বলছে, এ মাত্রা ছিল ৬.২।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানায়, চীনের দারিদ্রপীড়িত অঞ্চল গানসুর ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব বেশি অনূভূত হয়েছে। মাঝরাতে এমন একটি সময়ে ভূমিকম্প হয়, যখন তীব্র তুষারপাতের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের ঘরে ঘুমন্ত ছিল। এ কারণে হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।

ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ দেখা গেছে।

কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন। এছাড়া সময়মতো আহতদের চিকিৎসা এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও ২৩ জন আহত হয়। ধসে পড়ে বেশ কিছু ভবন। সবশেষ সেপ্টেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশ ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ মারা যায়।