আন্তর্জাতিক ডেস্ক :
চীনের দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরের আগে কুনমিং শহরের লুয়োইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতর একটি ট্রেন রেললাইনে কাজ করতে নামা শ্রমিকদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি ভূকম্পন সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরীক্ষা করার সময় লুয়োইয়াং টাউন রেলস্টেশনের বাঁকানো রেলপথে প্রবেশ করা শ্রমিকদের ধাক্কা দেয়।কুনমিং ইউনান প্রদেশের রাজধানী।
চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়াজনিত পরিকল্পনা চালু করে এবং স্থানীয় সরকারের সঙ্গে মিলে উদ্ধার কাজে নামে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
দুর্ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে সিসিটিভির খবরে জানানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























