Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ২২৬ জন দেখেছেন

ক্রীড়া ডেস্ক: চলমান ওমেন হকি প্রো লিগ ২০২২-২৩ মৌসুমের ম্যাচে চীনকে উড়িয়ে দিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। এশিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা।

সোমবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে আর্জেন্টিনার মেয়েরা। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের ৯ জয়, ২ ড্র ও ৩ হারে পয়েন্ট সংখ্যা ২৯। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সমান ম্যাচে পয়েন্ট ২৬। চীনের মেয়েরা ১৬ ম্যাচে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে।

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি চীন। চার কোয়াটারের ম্যাচে প্রথম কোয়াটারই ছিল গোলহীন। তবে দ্বিতীয় কোয়াটারে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন পিকার্ডো অ্যালিনা। এর কিছুক্ষণ পরই সে গোল পরিশোধ দেন ঝাং ইয়িং।

তৃতীয় কোয়াটারে আর কেউ গোল দিতে পারেনি। তবে চতুর্থ ও শেষ কোয়াটারের ৫৭তম মিনিটে আর্জেন্টিনার কোস্টা ভ্যালেন্টিনা গোল করে দলকে লিড এনে দেন। এসময় ম্যাচে শুরু হয় তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত চীন সেই গোল শোধ করতে না পারায় আর আর্জেন্টিনাও গোল করতে না পারায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, আর্জেন্টিনার মেয়েরা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৭ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার : ইসি সচিব

চীনকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

প্রকাশের সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

ক্রীড়া ডেস্ক: চলমান ওমেন হকি প্রো লিগ ২০২২-২৩ মৌসুমের ম্যাচে চীনকে উড়িয়ে দিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। এশিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা।

সোমবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে আর্জেন্টিনার মেয়েরা। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের ৯ জয়, ২ ড্র ও ৩ হারে পয়েন্ট সংখ্যা ২৯। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সমান ম্যাচে পয়েন্ট ২৬। চীনের মেয়েরা ১৬ ম্যাচে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে।

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি চীন। চার কোয়াটারের ম্যাচে প্রথম কোয়াটারই ছিল গোলহীন। তবে দ্বিতীয় কোয়াটারে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন পিকার্ডো অ্যালিনা। এর কিছুক্ষণ পরই সে গোল পরিশোধ দেন ঝাং ইয়িং।

তৃতীয় কোয়াটারে আর কেউ গোল দিতে পারেনি। তবে চতুর্থ ও শেষ কোয়াটারের ৫৭তম মিনিটে আর্জেন্টিনার কোস্টা ভ্যালেন্টিনা গোল করে দলকে লিড এনে দেন। এসময় ম্যাচে শুরু হয় তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত চীন সেই গোল শোধ করতে না পারায় আর আর্জেন্টিনাও গোল করতে না পারায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, আর্জেন্টিনার মেয়েরা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৭ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে।