আন্তর্জাতিক ডেস্ক :
কানাডার টরন্টোগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। করাচি থেকে ওড়া বিমানটি চিকিৎসা সংক্রান্ত সমস্যার কারণে নরওয়ের অসলো বিমানবন্দরে অবতরণ করে।
স্টার্টাপ পাকিস্তানের খবরে বলা হয়েছে, পিকে-৭৮৩ এর যাত্রী সৈয়দ জাভেদের অবস্থার অবনতি হয়। নিম্ন রক্তচাপের কারণে তিনি অচেতন হয়ে পড়েন। তার দ্রুত চিকিৎসার প্রয়োজন পড়ে।
খবরে বলা হয়েছে, ফ্লাইটের তিনজন চিকিৎসক যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন। কিন্তু যখন পরিস্থিতির উন্নতি হয়নি, তখন সবাই একমত হয়েছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত।
অসলো বিমানবন্দরে মেডিকেল ইমার্জেন্সির কারণে বিমানটি অবতরণের অনুমতি দেওয়ার পরে পাইলট একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন। অবতরণের পর চিকিৎসা সেবার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাতের কারফিউ এবং জরুরি অবতরণের কারণে ওই ফ্লাইটের ফিরতি যাত্রা ১৩ ঘণ্টা বিলম্ব হবে বলে জানায় পিআইএ এর এক কর্মকর্তা।