Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিকিৎসকের অবহেলায় তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে অপচিকিৎসার এ ঘটনা ঘটে।

তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের মেয়ে এবং একই গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার বিচার দাবিতে গত সোমবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছে পরিবারটি। এ বিষয়ে ডা. মশিউর রহমান ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজনের ভাষ্য, তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার দিকে সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অস্ত্রোপচার কক্ষে নিয়ে যায়। সিজারের কিছুক্ষণের মধ্যেই ওই হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথানুযায়ী তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা আবিষ্কার করেন যে কিছুক্ষণ আগেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে রোগীর মৃত্যুর কারণ জানতে চাইলে কোনো কিছু না জানিয়ে চিকিৎসক ও সেবিকাসহ (নার্স) একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে।

খবর পেয়ে ছুটে আসেন গোবিন্দগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও কাউন্সসিলর শাহীন আকন্দ। তিনি বলেন, এই হাসপাতালে এই নিয়ে তিনজন রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছে। এই ধরনের প্রতিষ্ঠান ও চিকিৎসকের শাস্তি হওয়া উচিত।

খবর পেয়ে ছুটে আসে কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অপচিকিৎসকের বিচার দাবি করেন যাতে আর কারো এই পরিণতির শিকার হতে না হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, রোগী মৃত্যুর ঘটনায় তার বাবা আবু সাঈদ বাদী হয়ে দুই চিকিৎসককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাদের অভিযোগ, তড়িঘড়ি করে অপারেশন ও চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান স্বজনরা।

এর আগেও এই সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে দুজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঘটনাটি তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ছালিমা খাতুন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রকাশের সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিকিৎসকের অবহেলায় তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে অপচিকিৎসার এ ঘটনা ঘটে।

তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের মেয়ে এবং একই গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার বিচার দাবিতে গত সোমবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছে পরিবারটি। এ বিষয়ে ডা. মশিউর রহমান ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজনের ভাষ্য, তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার দিকে সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অস্ত্রোপচার কক্ষে নিয়ে যায়। সিজারের কিছুক্ষণের মধ্যেই ওই হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথানুযায়ী তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা আবিষ্কার করেন যে কিছুক্ষণ আগেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে রোগীর মৃত্যুর কারণ জানতে চাইলে কোনো কিছু না জানিয়ে চিকিৎসক ও সেবিকাসহ (নার্স) একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে।

খবর পেয়ে ছুটে আসেন গোবিন্দগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও কাউন্সসিলর শাহীন আকন্দ। তিনি বলেন, এই হাসপাতালে এই নিয়ে তিনজন রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছে। এই ধরনের প্রতিষ্ঠান ও চিকিৎসকের শাস্তি হওয়া উচিত।

খবর পেয়ে ছুটে আসে কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অপচিকিৎসকের বিচার দাবি করেন যাতে আর কারো এই পরিণতির শিকার হতে না হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, রোগী মৃত্যুর ঘটনায় তার বাবা আবু সাঈদ বাদী হয়ে দুই চিকিৎসককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাদের অভিযোগ, তড়িঘড়ি করে অপারেশন ও চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান স্বজনরা।

এর আগেও এই সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে দুজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঘটনাটি তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ছালিমা খাতুন।