স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে সিডনিতে নিজের বিদায়ী টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের এমন এক স্মরণীয় ম্যাচের আগে অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে ফেলেছিলেন এই অজি ওপেনার। সেই ব্যাগি গ্রিন ক্যাপ ফিরে পেতে আকুতিও জানিয়েছিলেন ওয়ার্নার। অবশেষে চার দিন পর ক্যাপ ফিরে পেলেন এই অজি ওপেনার।
তবে ঠিক কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওয়ার্নার। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় নিজের ক্যাপ খোঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।
ওয়ার্নার বলেন, আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে ওয়ার্নার নিজেই জানিয়েছেন ক্যাপগুলো ফিরে পাওয়ার কথা। এ সময় ক্যাপটি হাতে ধরে রাখতে দেখা যায় তাকে। তিনি লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। দারুণ একটি সংবাদ এটি।’
এর আগে মেলবোর্ন থেকে সিডিনি টেস্ট খেলতে আসার পথে ক্যাপগুলো হারান ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছিলেন তিনি।
এ নিয়ে ইনস্টাগ্রামে ওয়ার্নার তখন বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
তিনি আরও বলেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
গত বছরের ডিসেম্বরে সিরিজের প্রথম পার্থ টেস্টের আগের দিন ব্যাগি গ্রিন পরা ছবি দিয়ে আবেগি ওয়ার্নার লিখেছিলেন, ‘সব শিশু এবং তরুণ প্লেয়ারদের উদ্দেশে আমি এটা বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি, যখন আমি প্রথম ব্যাগি গ্রিন পাই। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি, সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখো, আমি যেভাবে বড় স্বপ্ন দেখেছি, সেভাবে বড় স্বপ্ন দেখতে ভয় পেয়ো না।’