চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৩ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর সদস্যরা।
বুধবার (২৭শে মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর পাজরাপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মূর্তিটি সাধারণ ডায়েরির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব ৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান।
তিনি আরও জানান মুক্তি পথরের বিষয়ে খোঁজ খবর নিয়ে এর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।