Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে নদীতে গোলস করতে নেমে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে এক ও ভোলাহাটের গোহালবাড়িতে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কামারপাড়ার রূপ কুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১) ও ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনির সুবোধ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে জিহাদ (১১)।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এর আগে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শিবগঞ্জ থানার মো. সাজ্জাদ হোসেন বলেন, ধর্মীয় উৎসব পালনে পাগলা নদীর তর্ত্তিপুর শ্মসান ঘাটে পরিবারের সঙ্গে গোসল করতে নামে শিশু প্রিয়াঙ্কা। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় সে। খোঁজাখুজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

ভোলাহাট থানার (ওসি) সুমন কুমার বলেন, দুপুর বেলায় মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় আজিজুল ও তার সহপাঠী জিহাদ (১১)। পরে ফায়ার সার্ভিসের দল নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে নদীতে গোলস করতে নেমে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে এক ও ভোলাহাটের গোহালবাড়িতে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কামারপাড়ার রূপ কুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১) ও ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনির সুবোধ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে জিহাদ (১১)।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এর আগে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শিবগঞ্জ থানার মো. সাজ্জাদ হোসেন বলেন, ধর্মীয় উৎসব পালনে পাগলা নদীর তর্ত্তিপুর শ্মসান ঘাটে পরিবারের সঙ্গে গোসল করতে নামে শিশু প্রিয়াঙ্কা। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় সে। খোঁজাখুজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

ভোলাহাট থানার (ওসি) সুমন কুমার বলেন, দুপুর বেলায় মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় আজিজুল ও তার সহপাঠী জিহাদ (১১)। পরে ফায়ার সার্ভিসের দল নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।