Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রামবাসীর হাতে বিএসএফ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক রাখলকে ধরে নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে কলাগাছের সাথে বেঁধে রাখা হয়।

বুধবার (০৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হেফাজতে নেয়।

পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য জোহরপুর বিওপি ফাঁড়ির বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওয়ারীতে প্রকাশ্যে হত্যাচেষ্টায়, এবার রুখে দাঁড়াল জনতা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রামবাসীর হাতে বিএসএফ সদস্য আটক

প্রকাশের সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক রাখলকে ধরে নিয়ে যাওয়ার সময় এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে কলাগাছের সাথে বেঁধে রাখা হয়।

বুধবার (০৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হেফাজতে নেয়।

পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য জোহরপুর বিওপি ফাঁড়ির বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।