Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরে সাবেক মন্ত্রী দীপু মনির বাসার সামনে ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ মে) দুপুরে শহরের নতুনবাজার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার ইমরুলের স্ত্রী তন্নি বেগম (৩৪), তার ছেলে তাফসির (১২) ও একই এলাকার হান্নানের ছেলে রাহিম (৮)। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এসআই আকাশ ও ফয়সাল বলেন, আমরা সড়কের বিপরীতে ছিলাম। হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে। তখন বাসার সামনে ড্রেনেজের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। একজন সবজি বিক্রেতা ভ্যান নিয়ে ড্রেনেজের সামনে দাঁড়ানো ছিলেন, তার ভ্যানটি মুভির দৃশ্যের মতো উড়ে গিয়ে পড়লো।

বিস্ফোরণে আহত তন্নি বেগম বলেন, আমার ছেলেকে মাদরাসা থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় দীপু মনির বাড়ির সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আমি ছেলেসহ রাস্তার পাশে ছিটকে পড়ি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে যাই। ড্রেনেজের ওপর বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হলো, এমন কোনো দৃশ্য চোখে পড়েনি। পুরো বিষয়টি রহস্যজনক। ড্রেনেজ লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ হতে পারে এমন কোনো উপসর্গ পাওয়া যায়নি।

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে। কীভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলাদা টিম এ বিষয়ে কাজ করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

প্রকাশের সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরে সাবেক মন্ত্রী দীপু মনির বাসার সামনে ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ মে) দুপুরে শহরের নতুনবাজার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার ইমরুলের স্ত্রী তন্নি বেগম (৩৪), তার ছেলে তাফসির (১২) ও একই এলাকার হান্নানের ছেলে রাহিম (৮)। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এসআই আকাশ ও ফয়সাল বলেন, আমরা সড়কের বিপরীতে ছিলাম। হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে। তখন বাসার সামনে ড্রেনেজের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। একজন সবজি বিক্রেতা ভ্যান নিয়ে ড্রেনেজের সামনে দাঁড়ানো ছিলেন, তার ভ্যানটি মুভির দৃশ্যের মতো উড়ে গিয়ে পড়লো।

বিস্ফোরণে আহত তন্নি বেগম বলেন, আমার ছেলেকে মাদরাসা থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় দীপু মনির বাড়ির সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আমি ছেলেসহ রাস্তার পাশে ছিটকে পড়ি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে যাই। ড্রেনেজের ওপর বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হলো, এমন কোনো দৃশ্য চোখে পড়েনি। পুরো বিষয়টি রহস্যজনক। ড্রেনেজ লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ হতে পারে এমন কোনো উপসর্গ পাওয়া যায়নি।

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে। কীভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলাদা টিম এ বিষয়ে কাজ করবে।