Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ১৮৪ জন দেখেছেন

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী ট্রাক চাঁদপুরগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী সবুজ ঘটনাস্থলে মারা যায়। চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক নারীসহ দুই জনকে মৃত ঘোষণা করেন। তারা স্বামী ও স্ত্রী ছিলেন।

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি আরও বলেন, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী ট্রাক চাঁদপুরগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী সবুজ ঘটনাস্থলে মারা যায়। চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক নারীসহ দুই জনকে মৃত ঘোষণা করেন। তারা স্বামী ও স্ত্রী ছিলেন।

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি আরও বলেন, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।