নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত কর্নেল (অব.) শওকত আলী আর নেই। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সাবেক ডেপুটি স্পীকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতৃবৃন্দ।
আরও পড়ুন : মাস্ক ব্যবহারে অভিযান শুরু হচ্ছে ঢাকায়
৮৩ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি করানো হয়। বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।