Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের প্রথম তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষ করে দুবাই যান তিনি। সিলেট পর্বে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে দুবাই থেকে এবার আর বিপিএলে ফিরছেন না মালিক। তার পরিবর্তে আরেক অভিজ্ঞ পাকিস্তানিকেই দলে ভেড়াচ্ছে বরিশাল।

জানা গেছে, পারিবারিক কারণেই চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না মালিকের। বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’

ঢাকা পর্ব শেষ করে গত মঙ্গলবার ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন মালিক। সেখানে গিয়েই বরিশালকে নিজের পারিবারিক সমস্যার কথা জানান অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মধ্যে মালিকের পরিবর্তে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে বরিশাল। আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার কাইল মায়ার্সকেও দলে ভেড়াতে যাচ্ছে বরিশাল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছেন মালিক। তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। তিন ম্যাচে দুটিতে হেরেছে তামিম ইকবালের দল।

মাঠের খেলার চাইতে মালিক এবার বেশি আলোচিত ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ আর নতুন করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করা নিয়েই। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন মালিক। এরপর থেকে বেশ সমালোচিত হন এই পাকিস্তানি তারকা। মাঠের বাইরের সমালোচনার পাশাপাশি ব্যাট বল হাতেও খুব একটা ভালো সময় পার করছিলেন না মালিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

প্রকাশের সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের প্রথম তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষ করে দুবাই যান তিনি। সিলেট পর্বে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে দুবাই থেকে এবার আর বিপিএলে ফিরছেন না মালিক। তার পরিবর্তে আরেক অভিজ্ঞ পাকিস্তানিকেই দলে ভেড়াচ্ছে বরিশাল।

জানা গেছে, পারিবারিক কারণেই চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না মালিকের। বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’

ঢাকা পর্ব শেষ করে গত মঙ্গলবার ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন মালিক। সেখানে গিয়েই বরিশালকে নিজের পারিবারিক সমস্যার কথা জানান অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মধ্যে মালিকের পরিবর্তে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে বরিশাল। আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার কাইল মায়ার্সকেও দলে ভেড়াতে যাচ্ছে বরিশাল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছেন মালিক। তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। তিন ম্যাচে দুটিতে হেরেছে তামিম ইকবালের দল।

মাঠের খেলার চাইতে মালিক এবার বেশি আলোচিত ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ আর নতুন করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করা নিয়েই। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন মালিক। এরপর থেকে বেশ সমালোচিত হন এই পাকিস্তানি তারকা। মাঠের বাইরের সমালোচনার পাশাপাশি ব্যাট বল হাতেও খুব একটা ভালো সময় পার করছিলেন না মালিক।