Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ সন্তানের বাবা হলেন করিম বেনজেমা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চতুর্থ সন্তানের বাবা হলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তার সঙ্গী জর্ডান ওজুনা প্রথমবার বেনজেমা ও তার সন্তান জন্ম দিয়েছে।

সেমাজা ম্যাগাজিন জানিয়েছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের রুবের হাসপাতালে ভর্তি হন ওজুনা। পরদিন স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এই ৩৬ বছর বয়সী মডেল।

তৃতীয় সঙ্গীর সঙ্গে বেনজেমার এটি চতুর্থ সন্তান। এর আগে কোলে ডি লাউনির সঙ্গে দুটি সন্তান আছে তার। মেলিয়া (৮) এবং নাউরি (৩)। দুটিই কন্যা সন্তান। মধ্যে সঙ্গী কোরা গাউতিয়ের ও বেনজেমার একটি ছেলে সন্তান হয়। যার নাম ইব্রাহিম (৫)।

ওই দুই সঙ্গীর পর ওজুনার সঙ্গে সম্পর্কে জড়ান রিয়ার মাদ্রিদের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বেনজেমা। তবে ওই সম্পর্কের বিষয়টি বেশ সতর্কতার সঙ্গে সামলেছেন তারা। সম্পর্কের কারণে খুব বেশি সংবাদের শিরোনাম হননি।

যেটুকু তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভক্তরা ঠিক ততটুকুই জানতে পেরেছেন। সর্বশেষ ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বেনজেমার সঙ্গে ছিলেন ওজানা। বেনজেমা ব্যালন ডি’র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তার স্ত্রী ওজুনা।

৩৬ বছর বয়সী মডেল ওজুনার সঙ্গে গোপনীয়তা বজায় রেখেই সম্পর্ক চালাচ্ছেন বেনজেমা। সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০২২ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে। যখন এই পুরস্কার অর্জন করেন বেনজেমা। সে সময় ওজুনাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

চতুর্থ সন্তানের বাবা হলেন করিম বেনজেমা

প্রকাশের সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চতুর্থ সন্তানের বাবা হলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তার সঙ্গী জর্ডান ওজুনা প্রথমবার বেনজেমা ও তার সন্তান জন্ম দিয়েছে।

সেমাজা ম্যাগাজিন জানিয়েছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের রুবের হাসপাতালে ভর্তি হন ওজুনা। পরদিন স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এই ৩৬ বছর বয়সী মডেল।

তৃতীয় সঙ্গীর সঙ্গে বেনজেমার এটি চতুর্থ সন্তান। এর আগে কোলে ডি লাউনির সঙ্গে দুটি সন্তান আছে তার। মেলিয়া (৮) এবং নাউরি (৩)। দুটিই কন্যা সন্তান। মধ্যে সঙ্গী কোরা গাউতিয়ের ও বেনজেমার একটি ছেলে সন্তান হয়। যার নাম ইব্রাহিম (৫)।

ওই দুই সঙ্গীর পর ওজুনার সঙ্গে সম্পর্কে জড়ান রিয়ার মাদ্রিদের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বেনজেমা। তবে ওই সম্পর্কের বিষয়টি বেশ সতর্কতার সঙ্গে সামলেছেন তারা। সম্পর্কের কারণে খুব বেশি সংবাদের শিরোনাম হননি।

যেটুকু তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভক্তরা ঠিক ততটুকুই জানতে পেরেছেন। সর্বশেষ ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বেনজেমার সঙ্গে ছিলেন ওজানা। বেনজেমা ব্যালন ডি’র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তার স্ত্রী ওজুনা।

৩৬ বছর বয়সী মডেল ওজুনার সঙ্গে গোপনীয়তা বজায় রেখেই সম্পর্ক চালাচ্ছেন বেনজেমা। সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০২২ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে। যখন এই পুরস্কার অর্জন করেন বেনজেমা। সে সময় ওজুনাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।