Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতি সাড়ে ৭ হাজার কোটি টাকা : সংসদে দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে সারাদেশে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৩ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এস এম আতাউল হকের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ জন। মোট ক্ষতি ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।

সংসদ সদস্য নজরুল ইসলামে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেমালের আঘাত মোকাবিলায় ত্রাণ কাজে নগদে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ কার্যক্রমে চাল পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন, শুকনো ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ, শিশু খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডেল, গৃহ মঞ্জুরি বাবদ খরচ হয়েছে নয় লাখ টাকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতি সাড়ে ৭ হাজার কোটি টাকা : সংসদে দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে সারাদেশে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৩ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এস এম আতাউল হকের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ জন। মোট ক্ষতি ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।

সংসদ সদস্য নজরুল ইসলামে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেমালের আঘাত মোকাবিলায় ত্রাণ কাজে নগদে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ কার্যক্রমে চাল পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন, শুকনো ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ, শিশু খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডেল, গৃহ মঞ্জুরি বাবদ খরচ হয়েছে নয় লাখ টাকা।