বিনোদন ডেস্ক :
ভারতীয় শিল্পী ও ফ্যাশন ডিজাইনার শালিনি। সম্প্রতি তিনি ব্যতিক্রমী এক কাজ করেছেন। উদযাপন করেছেন নিজের বিবাহবিচ্ছেদ।
শালিনি তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছবি তুলে উদযাপন করে সে ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। তার এমন সিদ্ধান্তে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন। অনেকে প্রশংসা করলেও, সমালোচনাও শুনতে হয়েছে তাকে।
সামাজিক মাধ্যমে ওই নারীর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, টকটকে লাল পোশাক এবং হিল পরা ওই তরুণী বিয়ের একটি ছবি ছিড়ে ফেলছেন। এ সময় তার হাতে বড় বড় অক্ষরে ‘ডিভোর্সড’ লেখা দেখা যায়। একটি ছবিতে হাসিমুখে নিজের বিয়ের ছবি ছিঁড়ে ফেলেন। প্রতিটি ছবিতে আলাদা আলাদা ক্যাপশন দিয়ে একটা বার্তা দিয়েছেন তিনি। তার ক্যাপশনগুলোর মূল কথা হলো, বিচ্ছেদ মানেই শেষ নয়। এটি জীবনে কখনো কখনো ইতিবাচক ফলও বয়ে আনে।
ওই তরুণী তিক্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার আনন্দ উদযাপন করছেন। শুধু বিয়ে নয়, এ কথা এখন স্পষ্ট যে, সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ নিয়েও মানুষের ধারণা বদলাচ্ছে।
এসব ছবি পোস্ট করে শালিনি ক্যাপশনে লিখেছেন যেসব নারীরা নির্বাক তাদের জন্য একজন ডিভোর্সি নারীর এই বার্তা। একটি খারাপ বিয়ে থেকে বেরিয়ে আসাই উচিত। কারণ সুখী হওয়ার প্রত্যাশা আপনারও রয়েছে। আপনার ভবিষ্যৎ ও সন্তানের ভবিষ্যতের জন্য নিজেক নিয়ন্ত্রণ করুন এবং প্রয়োজণীয় পরিবর্তনগুলো জরুরি।
শালিনি মনে করেন ডিভোর্স হলেই কেউ ব্যর্থ নন। এ অভিনেত্রী বলেন, বিয়েবিচ্ছেদ মানেই আপনি ব্যর্থ নন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য এটি টার্নিং পয়েন্ট। বিয়ে থেকে বেরিয়ে এসে একা জীবনযাপনের জন্য সাহস লাগে। আর সেই সমস্ত নারীদের জন্য আমার এই আত্মত্যাগ।
সাবলীল ও সাহসী পদক্ষেপের জন্য কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছেন।
ইনস্টাগ্রামে শালিনির পোস্টে একজন লিখেছেন, ‘আপনি সাহসী নারী। এই ধারা অব্যাহত থাকুক। আমরা সব সময় আপনাকে সমর্থন করি।’ আরেকজন লিখেছেন, ‘সাহসী একটা সিদ্ধান্ত। চালিয়ে যান। মানুষের নেতিবাচক কথাকে পাত্তা দিয়েন না। কেউ জানে না, কতটা সমস্যার মধ্য দিয়ে আপনি গেছেন।’
বিচ্ছেদের মতো ব্যাপার ঘটা করে উদ্যাপন করায় কেউ কেউ শালিনির সমালোচনা করেছেন। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, দয়া করে এটা নিয়ে প্রবণতা তৈরি করবেন না। কারণ, এটা দেখে অনেকেরই বিবাহবিচ্ছেদ হবে। এটা সমাজের জন্য ভালো নয়। বিবাহবিচ্ছেদের সব ছবি মুছে দিন।
শালিনির এমন সিদ্ধান্তের পেছনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব রয়েছে বলে মনে করেন একজন। তিনি লিখেছেন, ‘আমাদের সমাজে কী ঘটছে, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। কয়েক দিন আগে এক পশ্চিমা নারীর কাছ থেকে বিবাহবিচ্ছেদের এই ধারণা পেয়েছেন (শালিনি)। কয়েকটা লাইক আর ভিডিওর জন্য বিয়েটা ভেঙে দিল।’
এদিকে গত সোমবার (১ মে) বিচ্ছেদ নিয়ে যুগান্তকারী একটি রায় ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশটিতে হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুসারে কোনো ব্যক্তি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলে তা মঞ্জুর হতে ৬ মাস সময় লাগত। পারস্পরিক সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদ চাওয়া হলেও বাধ্যতামূলক ভাবে ওই সময়সীমা মেনে চলতে হতো। তবে নতুন রায়ে, বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় ‘বাধ্যতামূলক’ সময়সীমা কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২০ সালে রিয়াজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শালিনি। এ দম্পতির রিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস আগে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। তারপর বিয়েবিচ্ছেদের আবেদন করেন। সর্বশেষ ডিভোর্সের পর ভিন্নধর্মী ফটোশুট করে উল্লাস করেন এই অভিনেত্রী।