Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার সঙ্গে সেলফি, এসআই ক্লোজড

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মীদের পিস্তল ঠেকিয়ে হামলার অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে তোলা পুুলিশ কর্মকর্তার হাস্যোজ্জল সেলফি এবং থানা হাজতে একই ঘটনার মান্নাসহ তার অপর সহযোগীদের শুয়ে ও বসে থাকার সিসি ক্যামেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাউনিয়া থানার এসআই সাইদুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতদের গাড়িযোগে থানায় নেওয়ার পথে মান্নার পাশে বসা ছিলেন এসআই সাইদুল হক। পথিমধ্যে সাইদুল তার মোবাইল দিয়ে মান্নার সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়।
ছবিতে দেখা যায়, মান্নাসহ তার অনুসারীরা থানা হাজতে শুয়ে-বসে আছেন। এছাড়া মান্নাকে আটকের সময় অভিযান পরিচালনাকারী এসআই সাইদুলের হাস্যোজ্জ্বল একটি ছবিও ভাইরাল হয়েছে। এই ছবিগুলো বরিশাল নগরীতে টক অব দ্যা টাউন। কাউনিয়া থানার ওসি মুকুল বলেন, থানা হাজতের মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাদের নজরে আসে। তারপরই তদন্তের স্বার্থে এসআই সাইদুলকে ক্লোজ করা হয়।

থানা থেকে সিসি ক্যামেরার ফুটেজের ছবি তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে কেউ অবগত ছিলেন কিনা জানতে চাইলে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, রাতে কাজের চাপের মধ্যেই ছিলাম আমি। তবে এখন যেহেতু খতিয়ে দেখা হচ্ছে তাই কারও দুর্বলতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

থানা হাজতে আসামিদের ছবি ভাইরাল হওয়ার ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, থানার গারদের ছবি কোনোভাবেই বাহিরে যাওয়ার সুযোগ নেই। তারপরও যদি এমনটি হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও প্রশাসনিক কারণে এসআই সাইদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।

প্রসঙ্গত, রোববার রাতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব-৮ তিনজনকে আটক করে। হামলায় গুরুতর আহত নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা মনা আহম্মেদ বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলা মহানগর ছাত্রলীগের আহবায়ক ও নগরীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রইজ আহম্মেদ মান্নাসহ নামধারী ২১ জন অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার সঙ্গে সেলফি, এসআই ক্লোজড

প্রকাশের সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মীদের পিস্তল ঠেকিয়ে হামলার অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে তোলা পুুলিশ কর্মকর্তার হাস্যোজ্জল সেলফি এবং থানা হাজতে একই ঘটনার মান্নাসহ তার অপর সহযোগীদের শুয়ে ও বসে থাকার সিসি ক্যামেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাউনিয়া থানার এসআই সাইদুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতদের গাড়িযোগে থানায় নেওয়ার পথে মান্নার পাশে বসা ছিলেন এসআই সাইদুল হক। পথিমধ্যে সাইদুল তার মোবাইল দিয়ে মান্নার সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়।
ছবিতে দেখা যায়, মান্নাসহ তার অনুসারীরা থানা হাজতে শুয়ে-বসে আছেন। এছাড়া মান্নাকে আটকের সময় অভিযান পরিচালনাকারী এসআই সাইদুলের হাস্যোজ্জ্বল একটি ছবিও ভাইরাল হয়েছে। এই ছবিগুলো বরিশাল নগরীতে টক অব দ্যা টাউন। কাউনিয়া থানার ওসি মুকুল বলেন, থানা হাজতের মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাদের নজরে আসে। তারপরই তদন্তের স্বার্থে এসআই সাইদুলকে ক্লোজ করা হয়।

থানা থেকে সিসি ক্যামেরার ফুটেজের ছবি তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে কেউ অবগত ছিলেন কিনা জানতে চাইলে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, রাতে কাজের চাপের মধ্যেই ছিলাম আমি। তবে এখন যেহেতু খতিয়ে দেখা হচ্ছে তাই কারও দুর্বলতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

থানা হাজতে আসামিদের ছবি ভাইরাল হওয়ার ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, থানার গারদের ছবি কোনোভাবেই বাহিরে যাওয়ার সুযোগ নেই। তারপরও যদি এমনটি হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও প্রশাসনিক কারণে এসআই সাইদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।

প্রসঙ্গত, রোববার রাতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব-৮ তিনজনকে আটক করে। হামলায় গুরুতর আহত নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা মনা আহম্মেদ বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলা মহানগর ছাত্রলীগের আহবায়ক ও নগরীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রইজ আহম্মেদ মান্নাসহ নামধারী ২১ জন অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।