Dhaka শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় দুই দলের পার্থক্য বিশাল। মাঠের ক্রিকেটেও তা ফুটে উঠল প্রবলভাবে। ব্যাটারদের সম্মিলিত চেষ্টার পর, মেঘলা-রাবেয়াদের দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিল বাংলাদেশ।

নেপালের কীর্তিপুরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৮০ রানে জিতেছে বাংলাদেশ। ১৪৪ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে স্রেফ ৬৪ রানে গুটিয়ে দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাই পর্বের পথচলা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তারা হারায় পাপুয়া নিউ গিনিকে। এবার টানা তৃতীয় জয়ে প্রতিযোগিতার সুপার সিক্সে খেলা নিশ্চিত করল নিগার সুলতানার দল।

প্রতিপক্ষ দুর্বল হলেও, বাংলাদেশের ব্যাটিং এদিন ভালো হয়নি। দলের কেউ ছুঁতে পারেননি ৩০ রানও। ২ ছক্কা ও এক চারে ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি। তবে সবার চেষ্টায় দেড়শর কাছে যায় দলের পুঁজি।

বোলাররা অবশ্য ছিলেন দুর্দান্ত। বাঁহাতি স্পিনে চার ওভারে স্রেফ ১৪ রান দিয়ে চার শিকার ধরেন সানজিদা আক্তার মেঘলা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

লেগ স্পিনার রাবেয়া খান তিন উইকেট নিতে চার ওভারে দেন কেবল পাঁচ রান। ১২ রান খরচায় আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের প্রাপ্তিও তিনটি।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলে জুয়ায়রিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। শারমিন আক্তারও (২ চারে ১৩) পারেননি টিকতে। পাওয়ার প্লের পরের ওভারেই ক্যাচ তুলে দেন আগ্রাসী শুরু করা দিলারা আক্তার। ১ ছক্কা ও ৪টি চারে ১৭ বলে ২৫ রান করেন এই ওপেনার।

নিগার ও সোবহানা মোস্তারির ৪৬ রানের জুটিতে বাড়ে দলের রান। সোবহানা ফেরার এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন নিগারও। তিনটি চারে ২১ রান করতে ২৯ বল খেলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি ছক্কা মারার রেকর্ড গড়া স্বর্ণা এদিন পারেননি ছক্কা হাঁকাতে। দুই চারে ১৮ বলে ২৩ রান করেন তিনি। শেষ দিকে একটি করে ছক্কা-চার মারেন রাবেয়া।

লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। যার শুরু চতুর্থ ওভারে রাবেয়ার বলে ইয়াসমিন খানের বোল্ড দিয়ে। পাওয়ার প্লের শেষ ওভারে প্রতিপক্ষের আরেক ব্যাটারের স্টাম্প ভেঙে দেন রাবেয়া।

মার্জার্লি গোরাসিসকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন মেঘলা। ত্রয়োদশ ওভারে জোড়া উইকেট নেন তিনি। নামিবিয়ার হয়ে একটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ১৯ রান করা অধিনায়ক সুনে ভিটমানকে বিদায় করেন ফাহিমা। পরে আরও দুই উইকেট নেন তিনি।

ভিটমান ও গোরাসিস ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি নামিবিয়ার আর কেউ। তাদের সাত ব্যাটার করতে পারেননি পাঁচের বেশি রান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার ও পাঁচে থাকা পাপুয়া নিউগিনি, নামিবিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। পরশু মুলপানিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে মিনি বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

স্পোর্টস ডেস্ক : 

শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় দুই দলের পার্থক্য বিশাল। মাঠের ক্রিকেটেও তা ফুটে উঠল প্রবলভাবে। ব্যাটারদের সম্মিলিত চেষ্টার পর, মেঘলা-রাবেয়াদের দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিল বাংলাদেশ।

নেপালের কীর্তিপুরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৮০ রানে জিতেছে বাংলাদেশ। ১৪৪ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে স্রেফ ৬৪ রানে গুটিয়ে দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাই পর্বের পথচলা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তারা হারায় পাপুয়া নিউ গিনিকে। এবার টানা তৃতীয় জয়ে প্রতিযোগিতার সুপার সিক্সে খেলা নিশ্চিত করল নিগার সুলতানার দল।

প্রতিপক্ষ দুর্বল হলেও, বাংলাদেশের ব্যাটিং এদিন ভালো হয়নি। দলের কেউ ছুঁতে পারেননি ৩০ রানও। ২ ছক্কা ও এক চারে ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি। তবে সবার চেষ্টায় দেড়শর কাছে যায় দলের পুঁজি।

বোলাররা অবশ্য ছিলেন দুর্দান্ত। বাঁহাতি স্পিনে চার ওভারে স্রেফ ১৪ রান দিয়ে চার শিকার ধরেন সানজিদা আক্তার মেঘলা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

লেগ স্পিনার রাবেয়া খান তিন উইকেট নিতে চার ওভারে দেন কেবল পাঁচ রান। ১২ রান খরচায় আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের প্রাপ্তিও তিনটি।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলে জুয়ায়রিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। শারমিন আক্তারও (২ চারে ১৩) পারেননি টিকতে। পাওয়ার প্লের পরের ওভারেই ক্যাচ তুলে দেন আগ্রাসী শুরু করা দিলারা আক্তার। ১ ছক্কা ও ৪টি চারে ১৭ বলে ২৫ রান করেন এই ওপেনার।

নিগার ও সোবহানা মোস্তারির ৪৬ রানের জুটিতে বাড়ে দলের রান। সোবহানা ফেরার এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন নিগারও। তিনটি চারে ২১ রান করতে ২৯ বল খেলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি ছক্কা মারার রেকর্ড গড়া স্বর্ণা এদিন পারেননি ছক্কা হাঁকাতে। দুই চারে ১৮ বলে ২৩ রান করেন তিনি। শেষ দিকে একটি করে ছক্কা-চার মারেন রাবেয়া।

লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। যার শুরু চতুর্থ ওভারে রাবেয়ার বলে ইয়াসমিন খানের বোল্ড দিয়ে। পাওয়ার প্লের শেষ ওভারে প্রতিপক্ষের আরেক ব্যাটারের স্টাম্প ভেঙে দেন রাবেয়া।

মার্জার্লি গোরাসিসকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন মেঘলা। ত্রয়োদশ ওভারে জোড়া উইকেট নেন তিনি। নামিবিয়ার হয়ে একটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ১৯ রান করা অধিনায়ক সুনে ভিটমানকে বিদায় করেন ফাহিমা। পরে আরও দুই উইকেট নেন তিনি।

ভিটমান ও গোরাসিস ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি নামিবিয়ার আর কেউ। তাদের সাত ব্যাটার করতে পারেননি পাঁচের বেশি রান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার ও পাঁচে থাকা পাপুয়া নিউগিনি, নামিবিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। পরশু মুলপানিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।