গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।
শনিবার (২৪ আগস্ট) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই নারী মারা যান।
নিহত সুরাইয়া খুলনার ময়লাপোতা এলাকার মারুফ হোসেনের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. আনিচুর জানান, শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের যাত্রী সুরাইয়া বেগমসহ তিনযাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুরাইয়া অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার ভোরে সুরাইয়ার মৃত্যু হয়।