Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গেটম্যানের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীর ডোমারে গেটম্যান সুজন রায়ের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডোমার উপজেলার হাইওয়ে সড়ক এলাকায় লেভেল ক্রসিংয়ে ১ম লাইন ক্লিয়ার না করায় এ ঘটনা ঘটে।

গেটম্যান সুজন রায় বলেন, সকাল ৭টার দিকে ভারতগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি দ্বিতীয় লাইন দিয়ে ডোমার স্টেশন ত্যাগ করে। সে সময় পয়েন্টসম্যান মাসুম দ্বিতীয় লাইন ক্লিয়ার করেন। ট্রেন স্টেশন ত্যাগ করার পর তিনি আর প্রথম লাইন ক্লিয়ার করেননি। সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্রথম লাইনে ডোমার স্টেশনে আসে। এ সময় ট্রেন ছাড়ার হুইসেল বাজালে আমি লাল পতাকা তুলে ধরে ট্রেন আসতে নিষেধ করি। এ সময় স্টেশন থেকে পয়েন্টসম্যান গিয়ে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন ক্লিয়ার করেন। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।

ডোমার রেলওয়ের ছোটবাবু আনোয়ার হোসেন বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। ডোমার গেটম্যান দুই এর গেটম্যান সুজন রায় জানান, সকাল ৭টার পর ভারতগামী মিতালী এক্সপ্রেস ২য় লাইন দিয়ে ডোমার স্টেশন ত্যাগ করে ভারত যায়। সে সময় পয়েন্টম্যান মাসুম ২য় লাইন ক্লিয়ার করলেও ট্রেন স্টেশন ত্যাগ করার পর আর ২য় লাইন থেকে ১ম লাইন ক্লিয়ার করেননি। সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী রূপসা ট্রেনটি ডোমার স্টেশনে আসলে আমি গেট লাগানোর সময় লক্ষ্য করি রেললাইনটি ২য় লাইনে ক্লিয়ার করা আর ট্রেন ছিল প্রথম লাইনে। এ সময় ট্রেন ছাড়ার হুইসেল বাজালে আমি লাল পতাকা তুলে ধরে ট্রেন আসতে নিষেধ করি। এ সময় স্টেশন থেকে পয়েন্টম্যান আনোয়ার দৌড়ে গিয়ে ২য় লাইন থেকে প্রথম লাইন ক্লিয়ার করার পর ট্রেন স্টেশন ত্যাগ করে চলে যায়। এ সময় পড়ে গিয়ে সামান্য আহত হন পয়েন্টম্যান আনোয়ার।

যদিও পয়েন্টম্যান আনোয়ার সে সময় দায়িত্বে ছিলেন না। দায়িত্বে ছিলেন মাহমুদা নামে এক নারী পয়েন্টম্যান। পয়েন্টম্যান মাহমুদার বদলে তখন তার দায়িত্ব পালন করছিলেন স্থানীয় মাসুম নামে এক যুবক।

স্থানীয়রা বলেন, গেটম্যান যদি লক্ষ্য না করতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। পয়েন্টম্যান হিসেবে মাহমুদা বেগম নামে একজন দায়িত্বে থাকলে তার পরিবর্তে মাসুম নামে এক ছেলে সেই দায়িত্ব পালন করে থাকে। তার অদক্ষতার কারণেই আজ ট্রেন দুর্ঘটনার কবলে পড়তো। ডোমার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন পয়েসম্যান মাহমুদার ডিউটি নেই জানিয়ে বলেন, লাইন ক্লিয়ার করার পরেই আমরা ট্রেন ছাড়ি। গেটম্যান কেন লাল পতাকা তুলেছে বলতে পারবো না। ঈদের ছুটি শেষে বেরোবি খুলছে আজ ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: ঈদুল আজহার ১৭ দিনের ছুটি শেষে আজ খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)।

তবে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, পয়েন্টসম্যান মাহমুদার আজ ডিউটি নেই। লাইন ক্লিয়ার করার পরেই আমরা ট্রেন ছাড়ছি। গেটম্যান কেন লাল পতাকা তুলেছেন বলতে পারব না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

গেটম্যানের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

প্রকাশের সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীর ডোমারে গেটম্যান সুজন রায়ের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডোমার উপজেলার হাইওয়ে সড়ক এলাকায় লেভেল ক্রসিংয়ে ১ম লাইন ক্লিয়ার না করায় এ ঘটনা ঘটে।

গেটম্যান সুজন রায় বলেন, সকাল ৭টার দিকে ভারতগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি দ্বিতীয় লাইন দিয়ে ডোমার স্টেশন ত্যাগ করে। সে সময় পয়েন্টসম্যান মাসুম দ্বিতীয় লাইন ক্লিয়ার করেন। ট্রেন স্টেশন ত্যাগ করার পর তিনি আর প্রথম লাইন ক্লিয়ার করেননি। সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্রথম লাইনে ডোমার স্টেশনে আসে। এ সময় ট্রেন ছাড়ার হুইসেল বাজালে আমি লাল পতাকা তুলে ধরে ট্রেন আসতে নিষেধ করি। এ সময় স্টেশন থেকে পয়েন্টসম্যান গিয়ে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন ক্লিয়ার করেন। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।

ডোমার রেলওয়ের ছোটবাবু আনোয়ার হোসেন বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। ডোমার গেটম্যান দুই এর গেটম্যান সুজন রায় জানান, সকাল ৭টার পর ভারতগামী মিতালী এক্সপ্রেস ২য় লাইন দিয়ে ডোমার স্টেশন ত্যাগ করে ভারত যায়। সে সময় পয়েন্টম্যান মাসুম ২য় লাইন ক্লিয়ার করলেও ট্রেন স্টেশন ত্যাগ করার পর আর ২য় লাইন থেকে ১ম লাইন ক্লিয়ার করেননি। সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী রূপসা ট্রেনটি ডোমার স্টেশনে আসলে আমি গেট লাগানোর সময় লক্ষ্য করি রেললাইনটি ২য় লাইনে ক্লিয়ার করা আর ট্রেন ছিল প্রথম লাইনে। এ সময় ট্রেন ছাড়ার হুইসেল বাজালে আমি লাল পতাকা তুলে ধরে ট্রেন আসতে নিষেধ করি। এ সময় স্টেশন থেকে পয়েন্টম্যান আনোয়ার দৌড়ে গিয়ে ২য় লাইন থেকে প্রথম লাইন ক্লিয়ার করার পর ট্রেন স্টেশন ত্যাগ করে চলে যায়। এ সময় পড়ে গিয়ে সামান্য আহত হন পয়েন্টম্যান আনোয়ার।

যদিও পয়েন্টম্যান আনোয়ার সে সময় দায়িত্বে ছিলেন না। দায়িত্বে ছিলেন মাহমুদা নামে এক নারী পয়েন্টম্যান। পয়েন্টম্যান মাহমুদার বদলে তখন তার দায়িত্ব পালন করছিলেন স্থানীয় মাসুম নামে এক যুবক।

স্থানীয়রা বলেন, গেটম্যান যদি লক্ষ্য না করতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। পয়েন্টম্যান হিসেবে মাহমুদা বেগম নামে একজন দায়িত্বে থাকলে তার পরিবর্তে মাসুম নামে এক ছেলে সেই দায়িত্ব পালন করে থাকে। তার অদক্ষতার কারণেই আজ ট্রেন দুর্ঘটনার কবলে পড়তো। ডোমার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন পয়েসম্যান মাহমুদার ডিউটি নেই জানিয়ে বলেন, লাইন ক্লিয়ার করার পরেই আমরা ট্রেন ছাড়ি। গেটম্যান কেন লাল পতাকা তুলেছে বলতে পারবো না। ঈদের ছুটি শেষে বেরোবি খুলছে আজ ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: ঈদুল আজহার ১৭ দিনের ছুটি শেষে আজ খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)।

তবে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, পয়েন্টসম্যান মাহমুদার আজ ডিউটি নেই। লাইন ক্লিয়ার করার পরেই আমরা ট্রেন ছাড়ছি। গেটম্যান কেন লাল পতাকা তুলেছেন বলতে পারব না।