বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ গুরুতর অসুস্থ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় (আইসিইউ) রয়েছেন বলে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ জানিয়েছেন।
আরও পড়ুন : ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার অতন্ত্রপ্রহরী শেখ হাসিনা
দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়।