স্পোর্টস ডেস্ক :
ব্যাট হাতে আরেকবার জ্বলে উঠলেন শুবমান গিল। প্রথম দুই ম্যাচে ফিফটি করা ওপেনার এবার উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। সঙ্গে অন্যদের অবদানে সাড়ে তিনশ ছড়ানো পুঁজি গড়ল ভারত। ইংল্যান্ড যেতে পারল না ধারেকাছেও। আরেকটি একপেশে লড়াইয়ে জিতে ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে ছাড়ল রোহিত শার্মার দল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশাল স্কোর তাড়া করতে নেমে ৩৪.২ ওভারে ২১৪ রান তুলতেই অলআউট হয়ে গেলো জস বাটলারের দল। ফলে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হলো তাদের। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে।
৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শুরুতে অবশ্য ফিল সল্ট আর বেন ডাকেট মিলে দারুণ একটি জুটি গড়ে তোলেন। ৬০ রানের এই জুটি ভাঙার পরই অবশ্য আরও দু-তিনটি ছোট-বড় জুটি গড়ে উঠেছিলো। বেন ডাকেট প্রথম আউট হন ২২ বলে ৩৪ রান করে।
ফিল সল্ট আর টম ব্যান্টন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৮০ রানের মাথায় আউট হন ফিল সল্ট ব্যক্তিগত ২৩ রানে। টম ব্যান্টন ৪১ বলে ৩৮ রান করে আউট হন। জো রুট আউট হন ২৪ রান করেন। হ্যারি ব্রুক ১৯ রান করে বিদায় নেন। শেষ দিকে গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করে ইংল্যান্ডের রান ২০০ পার হয়। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদিপ সিং, হার্সিত রানা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি ব্যক্তিগত ১ রানে। সেখান থেকে গিল ও কোহলি ১১৬ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। তাতে ১৮.৫ ওভারেই ভারতের রান হয়ে যায় ১২২।
এই রানের মাথায় কোহলি ফিরেন ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে। সেখান থেকে গিল ও আয়ার তৃতীয় উইকেট জুটিতে তোলেন আরও ১০৪ রান। দলীয় ২২৬ রানের মাথায় গিল ফেরেন। তার আগে ১০২ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে যান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
এরপর আয়ারের ৮ চার ও ২ ছক্কায় করা ৭৮ এবং ৩টি চার ও ১ ছক্কায় লোকেশ রাহুলের ৪০ রানের ইনিংসে ভর করে ভারত ৩৫৬ রান পর্যন্ত যায়।
বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্ক উড ৯ ওভারে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে নেন ২টি উইকেট।