Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন চিরঞ্জীবী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী ইন্ডাস্টিতে চিরঞ্জীবীকে বলা হয় মেগাস্টার। তার অনুরাগীদের সংখ্যা অগণিত। তারা ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। দুর্দান্ত সব হিট সিনেমার পাশাপাশি ক্যারিয়ারে অসংখ্য অর্জন তার।

আর এবার এই অভিনেতার মুকুটে লাগল নতুন পালক। ৪৫ বছরে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বেশি কাজ করা ফিল্মস্টার হিসেবে নাম তুললেন চিরঞ্জীবী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভূক্ত হল তার নাম। অভিনেতার হাতে এই সনদ তুলে দেন বলিউড সুপারস্টার আমির খান।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর এই পুরস্কারটি পেয়েছেন চিরঞ্জীবী। নিজের ৪৫ বছরের ক্যারিয়ারে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ করেছেন চিরঞ্জীবী। নিজের নাচের ক্যারিয়ারের স্মৃতির কথা বলতে গিয়ে চিরঞ্জীবী জানিয়েছেন, অভিনয়েরও আগে তিনি নাচ শুরু করেছিলেন। নাচ তার ভীষণ প্রিয় বলেই জানিয়েছেন তিনি।

চিরঞ্জীবী তার অনুরাগীদের জানিয়েছেন, রেডিও সাইক্লোনে তেলুগু গান শুনে সেই গানের সঙ্গে নাচ করতেন তিনি। সেটাই তার নাচের হাতেখড়ি।
চিরঞ্জীবী বলছেন, ‘আমি কখনও প্রত্যাশা করিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের মধ্যে নাচ সবসময়ে একটা অংশ হয়ে থেকে গেছে।’

চিরঞ্জীবী এই সম্মানের জন্য সমস্ত প্রযোজক, পরিচালক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।

তার কথায়, এই মানুষেরা না থাকলে আমি এত কাজ করার সুযোগ পেতাম না।’ চিরঞ্জীবী আরও জানিয়েছেন কীভাবে বিভিন্ন পরিচালক প্রযোজকেরা বিভিন্ন সময়ে একটা সিনেমার মধ্যে গানকে গুরুত্ব দিয়েছেন এবং সিনেমা মুক্তির পরে দেখা গিয়েছে সেই গানই সিনেমাটির সাফল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিরঞ্জীবী আমির খানকেও ধন্যবাদ জানিয়েছেন তার আমন্ত্রণে আসার জন্য। তার কথায়, আমির খানের এই ব্যবহারে তিনি মুগ্ধ।

চিরঞ্জীবীর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠা প্রসঙ্গে আমির খান বলেন, ‘যখনই শুনেছিলাম চিরঞ্জীবী এই সম্মান পাচ্ছে, আমার ভীষণ ভাল লেগেছিল। যদি কেউ ওর গানগুলো মন দিয়ে দেখেন, তাহলেই বুঝবেন প্রত্যেকটা গানে ও যেন জীবন দিয়ে নাচ করে। ওর দিক থেকে নজর সরে না। ওর মেধা দুর্দান্ত।

অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীও চিরঞ্জীবীকে শুভেচ্ছা জানিয়েছেন এই সম্মান পাওয়ার জন্য। ভক্ত অনুরাগীরাও শুভেচ্ছায় সিক্ত করছেন তারকাকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। চলতি বছর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে। ২০০৬ সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। চিরঞ্জীবীর আসল নাম হলো— শিবা শঙ্কর ভারা প্রসাদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন চিরঞ্জীবী

প্রকাশের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী ইন্ডাস্টিতে চিরঞ্জীবীকে বলা হয় মেগাস্টার। তার অনুরাগীদের সংখ্যা অগণিত। তারা ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। দুর্দান্ত সব হিট সিনেমার পাশাপাশি ক্যারিয়ারে অসংখ্য অর্জন তার।

আর এবার এই অভিনেতার মুকুটে লাগল নতুন পালক। ৪৫ বছরে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বেশি কাজ করা ফিল্মস্টার হিসেবে নাম তুললেন চিরঞ্জীবী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভূক্ত হল তার নাম। অভিনেতার হাতে এই সনদ তুলে দেন বলিউড সুপারস্টার আমির খান।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর এই পুরস্কারটি পেয়েছেন চিরঞ্জীবী। নিজের ৪৫ বছরের ক্যারিয়ারে ১৬৫টি সিনেমায় ৫৩৭টা গানে ২৪ হাজার নাচের স্টেপ করেছেন চিরঞ্জীবী। নিজের নাচের ক্যারিয়ারের স্মৃতির কথা বলতে গিয়ে চিরঞ্জীবী জানিয়েছেন, অভিনয়েরও আগে তিনি নাচ শুরু করেছিলেন। নাচ তার ভীষণ প্রিয় বলেই জানিয়েছেন তিনি।

চিরঞ্জীবী তার অনুরাগীদের জানিয়েছেন, রেডিও সাইক্লোনে তেলুগু গান শুনে সেই গানের সঙ্গে নাচ করতেন তিনি। সেটাই তার নাচের হাতেখড়ি।
চিরঞ্জীবী বলছেন, ‘আমি কখনও প্রত্যাশা করিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের মধ্যে নাচ সবসময়ে একটা অংশ হয়ে থেকে গেছে।’

চিরঞ্জীবী এই সম্মানের জন্য সমস্ত প্রযোজক, পরিচালক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।

তার কথায়, এই মানুষেরা না থাকলে আমি এত কাজ করার সুযোগ পেতাম না।’ চিরঞ্জীবী আরও জানিয়েছেন কীভাবে বিভিন্ন পরিচালক প্রযোজকেরা বিভিন্ন সময়ে একটা সিনেমার মধ্যে গানকে গুরুত্ব দিয়েছেন এবং সিনেমা মুক্তির পরে দেখা গিয়েছে সেই গানই সিনেমাটির সাফল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিরঞ্জীবী আমির খানকেও ধন্যবাদ জানিয়েছেন তার আমন্ত্রণে আসার জন্য। তার কথায়, আমির খানের এই ব্যবহারে তিনি মুগ্ধ।

চিরঞ্জীবীর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠা প্রসঙ্গে আমির খান বলেন, ‘যখনই শুনেছিলাম চিরঞ্জীবী এই সম্মান পাচ্ছে, আমার ভীষণ ভাল লেগেছিল। যদি কেউ ওর গানগুলো মন দিয়ে দেখেন, তাহলেই বুঝবেন প্রত্যেকটা গানে ও যেন জীবন দিয়ে নাচ করে। ওর দিক থেকে নজর সরে না। ওর মেধা দুর্দান্ত।

অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীও চিরঞ্জীবীকে শুভেচ্ছা জানিয়েছেন এই সম্মান পাওয়ার জন্য। ভক্ত অনুরাগীরাও শুভেচ্ছায় সিক্ত করছেন তারকাকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। চলতি বছর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে। ২০০৬ সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। চিরঞ্জীবীর আসল নাম হলো— শিবা শঙ্কর ভারা প্রসাদ।