Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গানে গানে লন্ডন মাতালো সোলস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ২৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’। লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতালো সোলস।

রোববার (৯ জুলাই) লন্ডনের “ঈদ আনন্দমেলা” অনুষ্ঠানে অংশ নেয় সোলস। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি সোলসের সদস্যদের হাতে ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা তুলে দেন।

“এ এমন পরিচয়” গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে সোলস। এরপর একে একে “বৃষ্টি দেখে অনেক কেঁদেছি”, “কেন এই নিঃসঙ্গতা”, “ব্যস্ততা দেয় না অবসর”-সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে।

এ অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার “কিতা ভাইসাব” গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় স্টেডিয়ামজুড়ে অন্যরকম উন্মাদনার সৃষ্টি হয়।

আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে “একদিন ঘুম ভাঙা শহরে” গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা।

প্রথমবারের মতো লন্ডনে গান গাওয়া প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, প্রথমবারের মতো সোলস লন্ডনে শো করেছে। হাজার হাজার প্রবাসী বাঙালি আমাদের গান উপভোগ করেছেন। তাদের সঙ্গে সুন্দর সময় কাটালাম। বিশেষ করে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনবাসীদের ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।

ঈদ আনন্দমেলায় ছিল প্রায় দুই শতাধিকেরও বেশি স্টল। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে লন্ডন প্রবাসী বাঙালিদের মিলন মেলা। অনুষ্ঠানটি আয়োজন করে “টিঅ্যান্ডটি কনসালটেন্সি”।

লন্ডনের এই সফরে আছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

 

আবহাওয়া

লিটারে ২ টাকা কমল জ্বালানি তেলের দাম

গানে গানে লন্ডন মাতালো সোলস

প্রকাশের সময় : ১০:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’। লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতালো সোলস।

রোববার (৯ জুলাই) লন্ডনের “ঈদ আনন্দমেলা” অনুষ্ঠানে অংশ নেয় সোলস। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি সোলসের সদস্যদের হাতে ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা তুলে দেন।

“এ এমন পরিচয়” গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে সোলস। এরপর একে একে “বৃষ্টি দেখে অনেক কেঁদেছি”, “কেন এই নিঃসঙ্গতা”, “ব্যস্ততা দেয় না অবসর”-সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে।

এ অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার “কিতা ভাইসাব” গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় স্টেডিয়ামজুড়ে অন্যরকম উন্মাদনার সৃষ্টি হয়।

আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে “একদিন ঘুম ভাঙা শহরে” গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা।

প্রথমবারের মতো লন্ডনে গান গাওয়া প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, প্রথমবারের মতো সোলস লন্ডনে শো করেছে। হাজার হাজার প্রবাসী বাঙালি আমাদের গান উপভোগ করেছেন। তাদের সঙ্গে সুন্দর সময় কাটালাম। বিশেষ করে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনবাসীদের ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।

ঈদ আনন্দমেলায় ছিল প্রায় দুই শতাধিকেরও বেশি স্টল। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে লন্ডন প্রবাসী বাঙালিদের মিলন মেলা। অনুষ্ঠানটি আয়োজন করে “টিঅ্যান্ডটি কনসালটেন্সি”।

লন্ডনের এই সফরে আছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।