Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক, নকল ডায়মন্ড উদ্ধারসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত আড়াইটা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। এ সময় হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে (২৭) সেনাবাহিনীরা আটক করে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের আপন ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মধ্যরাতে নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

প্রকাশের সময় : ০২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক, নকল ডায়মন্ড উদ্ধারসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত আড়াইটা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। এ সময় হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে (২৭) সেনাবাহিনীরা আটক করে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের আপন ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মধ্যরাতে নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।