Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কারখানার দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় গ্যাসের পাইপ লাইন স্থাপনের সময় কারখানার দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সদর উপজেলার বানিয়ারচালা এলাকার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৫)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার সকালে গ্যাসের পাইপলাইন নেওয়ার জন্য গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকেরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোলট্রি কারখানার দেয়ালের পাশে মাটি খুঁড়লে দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে কাজ চালিয়ে যান।

এর কিছুক্ষণ পরই কারখানার দেয়াল ধসে কয়েকজন নির্মাণ শ্রমিকের ওপরে পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে। সেখানে আরও শ্রমিক আটকা রয়েছে এমন আশঙ্কায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে একজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

গাজীপুরে কারখানার দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় গ্যাসের পাইপ লাইন স্থাপনের সময় কারখানার দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সদর উপজেলার বানিয়ারচালা এলাকার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৫)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার সকালে গ্যাসের পাইপলাইন নেওয়ার জন্য গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকেরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোলট্রি কারখানার দেয়ালের পাশে মাটি খুঁড়লে দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে কাজ চালিয়ে যান।

এর কিছুক্ষণ পরই কারখানার দেয়াল ধসে কয়েকজন নির্মাণ শ্রমিকের ওপরে পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে। সেখানে আরও শ্রমিক আটকা রয়েছে এমন আশঙ্কায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে একজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।