আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় হামলা চলাকালে বিস্ফোরণে চার ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) উত্তর গাজা উপত্যকায় তারা নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে।
গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে।
সেনারা হলেন- কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার আসুলিন (২১, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু (২০)।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়াল।
এদিকে আইডিএফের বরাত দিয়ে সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, একই দিন উত্তর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম মেজর ইতমার লেভিন ফ্রিডম্যান।উত্তর গাজা শহরের জাবালিয়ায় ইসরায়েলি অভিযানের সময় হামাসের একটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের আঘাতে তিনি নিহত হয়েছেন।
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
সেখানে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল।