Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানের দুই যাত্রীর

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাস ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটির দুই যাত্রী নিহত হন।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া।

স্থানীয় লোকজন জানান, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নামপরিচয় পরিচয় পাওয়া গেছে, পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানের দুই যাত্রীর

প্রকাশের সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাস ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটির দুই যাত্রী নিহত হন।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া।

স্থানীয় লোকজন জানান, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নামপরিচয় পরিচয় পাওয়া গেছে, পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।