Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভেই দ্বিতীয় সন্তানের মৃত্যু, তিন বছর পর মুখ খুললেন রানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী।২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আদিরা। মেয়ে আদিরা কবে খেলার সঙ্গী পাবে? এমন প্রশ্নের সম্মুখীন অনেকবার হতে হয়েছে তাকে। সব সময় সেই প্রশ্ন হাসিতে উড়িয়ে দিলেও এবার কঠিন সত্য সামনে আনলেন রানী।

দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ এসেছিল রানীর। কিন্তু সে সময় দুর্ভাগ্যক্রমে গর্ভপাত হয়ে যায় তার।

২০২০ সালে করোনার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। ৫ মাসের মাথায় গর্ভেই মৃত্যু হয় অনাগত সন্তানের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তার কাছে এসেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’সিনেমার প্রস্তাব। ব্যক্তিগত শোক কোথায় মিশে গিয়েছিল সিনেমার গল্পের সঙ্গে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ চলছে। সেখানে বৃহস্পতিবার (১০ আগস্ট) মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানী।

এই অনুষ্ঠানেই অভিনেত্রী বলেন, প্রথমবার এ বিষয়ে আমি কথা বলছি। বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন। এমনকী সিনেমার প্রচারকে চটকদার বানাতে অনেকেই ব্যক্তিগত কথা বলে সেই সিনেমার প্রচার বাড়াতে চান।

রানি বলেন, আমি সিনেমার প্রচারের সময় আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে চাইনি। কারণ যাতে কারোর মনে না হয় যে সিনেমার প্রচার করতে ব্যক্তিগত শোককে আমি জনসমক্ষে তুলে ধরছি।

অভিনেত্রী আরও বলেন, ২০২০ সালে যখন সারাদেশে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছিল তখন আমি দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হই। কিন্তু ২০২০ সালের শেষে পাঁচ মাস মাসের প্রেগন্যান্সির মাথায় আমি আমার অনাগত দ্বিতীয় সন্তানকে হারাই। আমার মিসক্যারেজ হয়ে যায়।

এ ঘটনাটা ঘটেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার শুটিং শুরুর আগে। কিন্তু তখন তিনি এ ঘটনা কাউকে জানাননি। অভিনেত্রী ভেবেছিলেন, তখন যদি তিনি তার জীবনের এই কঠিন সময়ের কথা বলেন, অনেকেই ভাববেন যে এটা স্রেফ একটা প্রমোশনের খেলা। তাই চুপ ছিলেন রানী।

উল্লেখ্য, ২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র গল্প। পরিচালক অসীমা ছিব্বরের এই সিনেমায় এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানী। যিনি সন্তানের স্বার্থে গোটা একটা দেশের সঙ্গে লড়াই চালিয়েছিলেন।

সিনেমাটিতে মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নেওয়ার এমনই এক হৃদয়বিদারক গল্প উঠে এসেছে। দুই সন্তানকে ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা এবং দীর্ঘ মানসিক লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন রানী মুখার্জী। তার লুক থেকে এক্সপ্রেশন সবকিছুরই প্রশংসা করছেন নেটিজেনরা।

এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন অনির্বাণ। আরও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ব প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

গর্ভেই দ্বিতীয় সন্তানের মৃত্যু, তিন বছর পর মুখ খুললেন রানি

প্রকাশের সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী।২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আদিরা। মেয়ে আদিরা কবে খেলার সঙ্গী পাবে? এমন প্রশ্নের সম্মুখীন অনেকবার হতে হয়েছে তাকে। সব সময় সেই প্রশ্ন হাসিতে উড়িয়ে দিলেও এবার কঠিন সত্য সামনে আনলেন রানী।

দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ এসেছিল রানীর। কিন্তু সে সময় দুর্ভাগ্যক্রমে গর্ভপাত হয়ে যায় তার।

২০২০ সালে করোনার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। ৫ মাসের মাথায় গর্ভেই মৃত্যু হয় অনাগত সন্তানের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তার কাছে এসেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’সিনেমার প্রস্তাব। ব্যক্তিগত শোক কোথায় মিশে গিয়েছিল সিনেমার গল্পের সঙ্গে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ চলছে। সেখানে বৃহস্পতিবার (১০ আগস্ট) মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানী।

এই অনুষ্ঠানেই অভিনেত্রী বলেন, প্রথমবার এ বিষয়ে আমি কথা বলছি। বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন। এমনকী সিনেমার প্রচারকে চটকদার বানাতে অনেকেই ব্যক্তিগত কথা বলে সেই সিনেমার প্রচার বাড়াতে চান।

রানি বলেন, আমি সিনেমার প্রচারের সময় আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে চাইনি। কারণ যাতে কারোর মনে না হয় যে সিনেমার প্রচার করতে ব্যক্তিগত শোককে আমি জনসমক্ষে তুলে ধরছি।

অভিনেত্রী আরও বলেন, ২০২০ সালে যখন সারাদেশে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছিল তখন আমি দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হই। কিন্তু ২০২০ সালের শেষে পাঁচ মাস মাসের প্রেগন্যান্সির মাথায় আমি আমার অনাগত দ্বিতীয় সন্তানকে হারাই। আমার মিসক্যারেজ হয়ে যায়।

এ ঘটনাটা ঘটেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার শুটিং শুরুর আগে। কিন্তু তখন তিনি এ ঘটনা কাউকে জানাননি। অভিনেত্রী ভেবেছিলেন, তখন যদি তিনি তার জীবনের এই কঠিন সময়ের কথা বলেন, অনেকেই ভাববেন যে এটা স্রেফ একটা প্রমোশনের খেলা। তাই চুপ ছিলেন রানী।

উল্লেখ্য, ২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র গল্প। পরিচালক অসীমা ছিব্বরের এই সিনেমায় এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানী। যিনি সন্তানের স্বার্থে গোটা একটা দেশের সঙ্গে লড়াই চালিয়েছিলেন।

সিনেমাটিতে মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নেওয়ার এমনই এক হৃদয়বিদারক গল্প উঠে এসেছে। দুই সন্তানকে ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা এবং দীর্ঘ মানসিক লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন রানী মুখার্জী। তার লুক থেকে এক্সপ্রেশন সবকিছুরই প্রশংসা করছেন নেটিজেনরা।

এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন অনির্বাণ। আরও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ব প্রমুখ।