Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি : 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে যেখানে থাকতো উৎসবের আমেজ, নেতাকর্মীদের আনাগোনায় মুখর, আজ সেটির শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে শনিবার (৪ জানুয়ারি) রাত ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আলিম উদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ এবং উত্তেজিত একদল সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ নিয়ে কোনও উত্তেজনা নেই। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’
সাধারণ শিক্ষার্থী কায়সার বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হলে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে বাইরে থেকে বুলডোজার ভাড়া করে এনে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়। ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ মরিয়া হয়ে হামলা করে হত্যা করেছে। এ ধরনের সন্ত্রাসী এবং সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয় বাকৃবিতে বহাল তবিয়তে থাকবে এটি সাধারণ শিক্ষার্থীরা কিছুতেই মানতে পারছিল না। অবশেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বাকৃবি প্রতিনিধি : 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে যেখানে থাকতো উৎসবের আমেজ, নেতাকর্মীদের আনাগোনায় মুখর, আজ সেটির শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে শনিবার (৪ জানুয়ারি) রাত ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আলিম উদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ এবং উত্তেজিত একদল সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ নিয়ে কোনও উত্তেজনা নেই। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’
সাধারণ শিক্ষার্থী কায়সার বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হলে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে বাইরে থেকে বুলডোজার ভাড়া করে এনে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়। ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ মরিয়া হয়ে হামলা করে হত্যা করেছে। এ ধরনের সন্ত্রাসী এবং সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয় বাকৃবিতে বহাল তবিয়তে থাকবে এটি সাধারণ শিক্ষার্থীরা কিছুতেই মানতে পারছিল না। অবশেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’