চলতি বছরের ৩ আগস্ট রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ। তার স্ত্রী খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন। গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।
আরও পড়ুন : কাদের নয় ২৬ বছর ধরে ‘বদি’ নামেই পরিচিত তিনি
জিনাত বরকতুল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী ববরকতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটা স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনায় আক্রান্ত নন তিনি।