Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে পিকআপের ধাক্কায় মালয়েশিয়া প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন বলেন, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।

হাসপাতালে মৃত রাতুলের মামা শিপন মিয়া জানান, বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান ৮নম্বর রোডে পরিবারের সাথে থাকতো রাতুল। সে মালয়েশিয়া প্রবাসী ছিল। রাতে জানতে পারি রাতুল দুর্ঘটনায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে রাতুলের মৃতদেহ দেখতে পাই।

আমরা খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা তদন্ত করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খিলগাঁওয়ে পিকআপের ধাক্কায় মালয়েশিয়া প্রবাসী নিহত

প্রকাশের সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন বলেন, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।

হাসপাতালে মৃত রাতুলের মামা শিপন মিয়া জানান, বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান ৮নম্বর রোডে পরিবারের সাথে থাকতো রাতুল। সে মালয়েশিয়া প্রবাসী ছিল। রাতে জানতে পারি রাতুল দুর্ঘটনায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে রাতুলের মৃতদেহ দেখতে পাই।

আমরা খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা তদন্ত করছে।