Dhaka বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শিমুল বিশ্বাস

পাবনা জেলা প্রতিনিধি : 

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচারণা শুরু করলেন পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রতীক পাওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গয়েশপুর বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকসভা থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি। সভায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, আমরা ভোটের ট্রেনে উঠে গেছি—এমন এক সময় আমাদের দেশনেত্রীকে হারিয়েছি। তাই তাকে স্মরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছি। খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি।

তিনি বলেন, ২২টি বছর মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ছিলাম। তার অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ পেয়েছি। সেগুলো পাবনার মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। যেখানে যেভাবে সম্ভব পাবনাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমরা কারো নামে কোনো নালিশ বা অভিযোগ দিতে চাই না। আমরা দেশের মানুষের ভালো থাকা ও রাখার কথা বলতে চাই।

শিমুল বিশ্বাস আরো বলেন, শুধু আমরা ভালো থাকব না, আমরা নালিশকারীদেরও ভালো রাখার দায়িত্ব নেব। এটি প্রতিষ্ঠা করতে তরুণদের দায়িত্ব নিতে হবে। নতুন জাগরণ সৃষ্টি করতে হবে। ধানের শীষের ভোট নিশ্চিতে কাজ করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।

এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম টুটুল বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সদস্যসচিব মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতাহার ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শিমুল বিশ্বাস

প্রকাশের সময় : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

পাবনা জেলা প্রতিনিধি : 

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচারণা শুরু করলেন পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রতীক পাওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গয়েশপুর বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকসভা থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি। সভায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, আমরা ভোটের ট্রেনে উঠে গেছি—এমন এক সময় আমাদের দেশনেত্রীকে হারিয়েছি। তাই তাকে স্মরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছি। খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি।

তিনি বলেন, ২২টি বছর মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ছিলাম। তার অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ পেয়েছি। সেগুলো পাবনার মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। যেখানে যেভাবে সম্ভব পাবনাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমরা কারো নামে কোনো নালিশ বা অভিযোগ দিতে চাই না। আমরা দেশের মানুষের ভালো থাকা ও রাখার কথা বলতে চাই।

শিমুল বিশ্বাস আরো বলেন, শুধু আমরা ভালো থাকব না, আমরা নালিশকারীদেরও ভালো রাখার দায়িত্ব নেব। এটি প্রতিষ্ঠা করতে তরুণদের দায়িত্ব নিতে হবে। নতুন জাগরণ সৃষ্টি করতে হবে। ধানের শীষের ভোট নিশ্চিতে কাজ করতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।

এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম টুটুল বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সদস্যসচিব মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতাহার ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।