Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে ২ ঘণ্টার ব্যাবধানে মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিসিইউতে থেকে কেবিনে আনা হয়েছে। এরআগে দুপুর ১২টায় তাকে সিসিইউতে নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে ম্যাডামকে সিসিইউতে নেয়া হলে ২ ঘণ্টা পর চিকিৎসা বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেয়া হয়েছে।

গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এখন তার লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। ৮ ঘণ্টা পর তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশে সম্ভব নয়। এজন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরই মধ্যে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে, একটিতে রিং পরানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশের সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে ২ ঘণ্টার ব্যাবধানে মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিসিইউতে থেকে কেবিনে আনা হয়েছে। এরআগে দুপুর ১২টায় তাকে সিসিইউতে নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে ম্যাডামকে সিসিইউতে নেয়া হলে ২ ঘণ্টা পর চিকিৎসা বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেয়া হয়েছে।

গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এখন তার লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। ৮ ঘণ্টা পর তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশে সম্ভব নয়। এজন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরই মধ্যে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে, একটিতে রিং পরানো হয়।