নিজস্ব প্রতিবেদক :
খালেদা জিয়াকে মাইনাস করে তারেক জিয়াকে প্রতিষ্ঠিত করতেই বেগম জিয়াকে বিএনপি জেলে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন তিনি।
তিনি বলেন, বেগম জিয়ার জন্য প্রধানমন্ত্রী যা করেছেন সে জন্য বিএনপির উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করার জন্য জেলে রেখেছে। তাদের উদ্দেশ্য তারেক জিয়াকে প্রতিষ্ঠিত করা।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আমরা গণতন্ত্রকে ভয় পাই না। যারা ভয় পায় তারা নির্বাচনে আসেনি। আন্তর্জাতিক পরাশক্তির সঙ্গে হাত করে তারা (বিএনপি) নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। এখন পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই।’
সাজাপ্রাপ্ত পলাতক নেতা তারেক জিয়া এবং বেগম জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তির একটাই পথ–আইন-আদালতের মাধ্যমে ক্ষমা চাওয়া।
দ্রব্যমূল্যের ঊধ্বগতি নিয়ে তিনি বলেন, রমজান মাস সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী একটি দলের (বিএনপি) প্ররোচনায় সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে।