নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ভুটানের পক্ষ থেকে পাঠানো এসব উপহার গ্রহণ করেন।
এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রবিবার রাতে অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
নিজস্ব প্রতিবেদক 























