Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে : শামসুজ্জামান দুদু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশের রাজনৈতিক সুস্থতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি হাসলে পুরো দেশের মানুষ হাসে। তাকে অনুসরণ করা মানে গণতন্ত্র ও স্বাধীনতাকে অনুসরণ হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদ বলেন, আমরা যে যেখানেই আছি, আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। বিশ্বের বিভিন্ন দেশের যারা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। ডাক্তাররা জানিয়েছেন, আগের তুলনায় তিনি এখন কিছুটা ভালো আছেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে উজ্জ্বল। মানুষের ভালোবাসায় তিনি তিনবার দেশের ক্ষমতায় এসেছেন। অথচ আজ তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। এ মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।

তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন—সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।

দোয়া মাহফিলে সবাইকে আহ্বান জানিয়ে দুদু বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতা’আলা যেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলতাব হোসেন সর্দার। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আবহাওয়া

খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে : শামসুজ্জামান দুদু

প্রকাশের সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশের রাজনৈতিক সুস্থতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি হাসলে পুরো দেশের মানুষ হাসে। তাকে অনুসরণ করা মানে গণতন্ত্র ও স্বাধীনতাকে অনুসরণ হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদ বলেন, আমরা যে যেখানেই আছি, আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। বিশ্বের বিভিন্ন দেশের যারা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। ডাক্তাররা জানিয়েছেন, আগের তুলনায় তিনি এখন কিছুটা ভালো আছেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে উজ্জ্বল। মানুষের ভালোবাসায় তিনি তিনবার দেশের ক্ষমতায় এসেছেন। অথচ আজ তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। এ মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।

তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন—সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।

দোয়া মাহফিলে সবাইকে আহ্বান জানিয়ে দুদু বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতা’আলা যেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলতাব হোসেন সর্দার। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।