Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।

শনিবার (২১ অক্টোবর) রাতে এ হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, খারকিভে নোভা পোশতা কোম্পানির একটি কার্যালয়ে হামলা হয়েছে। নোভা পোশতা ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার কোম্পানি।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, হামলায় ভবনটির জানালা উড়ে গেছে। জেলেনস্কি তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি পোস্ট করেছেন।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯ বছর থেকে ৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

ওলেহ সিনিয়েহুবভ বলেন, বেসরকারি এই ডেলিভারি সংস্থা ও তাদের ভবনটি ‘পুরোপুরি বেসামরিক স্থাপনা’। তিনি আরও বলেন, ‘রাশিয়ারা খারকিভের শান্তিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস সৃষ্টি করেছে।

জেলেনস্কি বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ হামলার ব্যাপারে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে রাশিয়া বিভিন্ন সময়ে দাবি করেছে, তারা ইউক্রেনের কোনো বেসামরিক স্থানকে হামলার লক্ষ্যবস্তু করে না।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে ভারী বোমা হামলা চালানো হয়েছিল।

চলতি মাসের শুরুতে খারকিভের মেয়র ইহর তেরেখোভ বলেন, শহরটির শিশুরা যেন নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রথম আন্ডারগ্রাউন্ড স্কুল (ভূগর্ভস্থ স্কুল) প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে গত জুন থেকে দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা অভিযান চালাচ্ছে। তবে এ অভিযান চলছে খুব ধীরগতিতে। এর মধ্য দিয়ে এ পর্যন্ত খুব কম এলাকারই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত

প্রকাশের সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।

শনিবার (২১ অক্টোবর) রাতে এ হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, খারকিভে নোভা পোশতা কোম্পানির একটি কার্যালয়ে হামলা হয়েছে। নোভা পোশতা ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার কোম্পানি।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, হামলায় ভবনটির জানালা উড়ে গেছে। জেলেনস্কি তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি পোস্ট করেছেন।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯ বছর থেকে ৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

ওলেহ সিনিয়েহুবভ বলেন, বেসরকারি এই ডেলিভারি সংস্থা ও তাদের ভবনটি ‘পুরোপুরি বেসামরিক স্থাপনা’। তিনি আরও বলেন, ‘রাশিয়ারা খারকিভের শান্তিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস সৃষ্টি করেছে।

জেলেনস্কি বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ হামলার ব্যাপারে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে রাশিয়া বিভিন্ন সময়ে দাবি করেছে, তারা ইউক্রেনের কোনো বেসামরিক স্থানকে হামলার লক্ষ্যবস্তু করে না।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে ভারী বোমা হামলা চালানো হয়েছিল।

চলতি মাসের শুরুতে খারকিভের মেয়র ইহর তেরেখোভ বলেন, শহরটির শিশুরা যেন নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রথম আন্ডারগ্রাউন্ড স্কুল (ভূগর্ভস্থ স্কুল) প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে গত জুন থেকে দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা অভিযান চালাচ্ছে। তবে এ অভিযান চলছে খুব ধীরগতিতে। এর মধ্য দিয়ে এ পর্যন্ত খুব কম এলাকারই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা।