Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিকে নতুন নাম দিলেন আনুশকা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্যপট মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচেই ভারতের জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকরা অপেক্ষায় ছিল দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলির সেঞ্চুরি দেখার জন্য। বাংলাদেশের বিপক্ষে কোহলি শতকের দেখা পেলেও পাননি কিউইদের বিপক্ষে। এদিন, শতক হাঁকাতে না পারলেও সাকিবের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। কিউইদের বিপক্ষে দারুণ ব্যাটিং করা কোহলিকে নতুন উপাধি দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা কোহলি অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। শতক হাঁকিয়ে বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দারুণ জয়ের অন্যতম নায়ক এদিন সেঞ্চুরির দেখা না পেলেও স্ত্রীর কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন। কোহলিকে নতুন একটি নাম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।

দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরকার্ড ও কোহলি ও জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। দ্বিতীয় ছবিটি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ছবিটি শেয়ার করে কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না মানুষ, ভোগান্তিতে এলাকাবাসী

কোহলিকে নতুন নাম দিলেন আনুশকা

প্রকাশের সময় : ০৪:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্যপট মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচেই ভারতের জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকরা অপেক্ষায় ছিল দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলির সেঞ্চুরি দেখার জন্য। বাংলাদেশের বিপক্ষে কোহলি শতকের দেখা পেলেও পাননি কিউইদের বিপক্ষে। এদিন, শতক হাঁকাতে না পারলেও সাকিবের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। কিউইদের বিপক্ষে দারুণ ব্যাটিং করা কোহলিকে নতুন উপাধি দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা কোহলি অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। শতক হাঁকিয়ে বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দারুণ জয়ের অন্যতম নায়ক এদিন সেঞ্চুরির দেখা না পেলেও স্ত্রীর কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন। কোহলিকে নতুন একটি নাম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।

দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরকার্ড ও কোহলি ও জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। দ্বিতীয় ছবিটি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ছবিটি শেয়ার করে কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা।