Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এ বাকশালী সরকারও পারবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এ বাকশালী সরকারও পারবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, মুক্তি যোদ্ধাদের দল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তকের দল, লুটপাটের বিরুদ্ধে কথা বলার দল, জনগণের দুর্ভোগ লাঘবের দল, দেশ শান্তি রক্ষার দল, প্রশাসন নিরপেক্ষ রাখার দল এবং বর্তমান আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের দল বিএনপি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী নবীন দল’র আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের শাস্তি কত দেবেন, আপনি দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না, মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। সময় বেশি দিন দূরে নেই। তারেক রহমান বীরেরবেশে দেশে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনাকে মানতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থাপনার হাতে নেই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন কেয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে সে কথা এখন আর মনে নেই আপনার। একজন ডিআইজি ব্যাংকের লোক কীভাবে তিন কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে এটা কি সন্ত্রাসী কায়দায় লুট না? অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা আপনার কাছে তার মুক্তি চাই না। অচিরেই তিনি মুক্ত হবেন।

বিএনপির এ নেতা বলেন, ছাত্রলীগের সোনার ছেলেরা পুলিশের আঘাতে আহত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখতে যান অথচ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের খোঁজতো আপনারা নেন না।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক হন তাহলে সাত জন বীরশ্রেষ্ঠের মধ্যে হিসাব দেন আপনাদের কয়জন আছে। ১১ জন সেক্টর কমান্ডারের মধ্যে আপনাদের কয়জন আছে। ৬৮ জন বীর উত্তমের মধ্যে আপনাদের কয়জন আছে। ৩০ লাখ লোক যে মারা গেছে, তাদের মধ্যে আপনাদের উল্লেখযোগ্য কোনো নেতা আছে কি না, তাদের নাম দেন। আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল জিয়াউর রহমানের দল বিএনপি।

তিনি বলেন, সময় আর বেশি দূরে নেই। সংকট সৃষ্টি করেছেন আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আপনি। দেশে স্বৈরতন্ত্র সৃষ্টি করেছেন আপনি। বেশি লুটপাটের অধিকার আপনি দিয়েছেন। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছেন আপনি। সাইবার আইন পাস করেছেন আপনি। অতএব আপনাকে পদত্যাগ করতে হবে এবং সংসদ ভেঙে দিতে হবে। আর বিএনপির এক দফা দাবি আপনাকে মানতেই হবে। এর কোনো বিকল্প ব্যবস্থা আপনার হাতে নেই। যতই তালবাহানা করেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবেন, এত সহজ নয়।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষজনের আমাদের এ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন আছে এবং থাকবে। তাই আপনারা সময় থাকতে পদত্যাগ করুন।

ডিএমপি কমিশনারকে উদ্দেশ করে জয়নুল আবেদীন ফারুক বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কীভাবে একটি পরিবারের দ্বন্দ্বে এবং মারামারির ঘটনায় যারা আহত হয়েছেন ও দাঁত পড়ে গেছে, তাদের দেখতে যান। আমাদের তো বহু নেতাকর্মীকে পিটিয়ে রাজপথে পা ভেঙে দিয়েছেন, কোমর ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন। বহু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কই তাদের তো ডিএমপির পক্ষ থেকে একটিবারও কেউ দেখতে যাননি। ট্যাক্স আমরাও দিই, আমরা এই দেশের স্বাধীনতার যোদ্ধা। এটাই কি তাহলে গণতন্ত্রের নমুনা।

তিনি বলেন, মাত্র এডিসি হারুনের খেলা শুরু হয়েছে। আপনি রানা প্লাজা ধ্বংসের কথা জানেন। শেয়ারবাজারের কথা জানেন। দেশের জনগণ কীভাবে আছে, এটা আপনি জানেন না। জানতে আপনাকে হবেই। স্বৈরাচারীরা ক্ষমতায় থাকার জন্য সব সময় অস্ত্র ব্যবহার করে কিন্তু সফল হতে পারে না। আপনিতো সোজা পথে চলার যুক্তি নেবেন না। আপনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হন, তাহলে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন আপনার লোক আছে বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পেশাজীবী পরিষদ নেতা মো. আবু হানিফ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক নেসার আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এ বাকশালী সরকারও পারবে না : ফারুক

প্রকাশের সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, কোনো স্বৈরাচার শাসকই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেনি, এ বাকশালী সরকারও পারবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, মুক্তি যোদ্ধাদের দল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তকের দল, লুটপাটের বিরুদ্ধে কথা বলার দল, জনগণের দুর্ভোগ লাঘবের দল, দেশ শান্তি রক্ষার দল, প্রশাসন নিরপেক্ষ রাখার দল এবং বর্তমান আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের দল বিএনপি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী নবীন দল’র আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের শাস্তি কত দেবেন, আপনি দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না, মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। সময় বেশি দিন দূরে নেই। তারেক রহমান বীরেরবেশে দেশে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনাকে মানতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থাপনার হাতে নেই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন কেয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে সে কথা এখন আর মনে নেই আপনার। একজন ডিআইজি ব্যাংকের লোক কীভাবে তিন কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে এটা কি সন্ত্রাসী কায়দায় লুট না? অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা আপনার কাছে তার মুক্তি চাই না। অচিরেই তিনি মুক্ত হবেন।

বিএনপির এ নেতা বলেন, ছাত্রলীগের সোনার ছেলেরা পুলিশের আঘাতে আহত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখতে যান অথচ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের খোঁজতো আপনারা নেন না।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক হন তাহলে সাত জন বীরশ্রেষ্ঠের মধ্যে হিসাব দেন আপনাদের কয়জন আছে। ১১ জন সেক্টর কমান্ডারের মধ্যে আপনাদের কয়জন আছে। ৬৮ জন বীর উত্তমের মধ্যে আপনাদের কয়জন আছে। ৩০ লাখ লোক যে মারা গেছে, তাদের মধ্যে আপনাদের উল্লেখযোগ্য কোনো নেতা আছে কি না, তাদের নাম দেন। আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল জিয়াউর রহমানের দল বিএনপি।

তিনি বলেন, সময় আর বেশি দূরে নেই। সংকট সৃষ্টি করেছেন আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আপনি। দেশে স্বৈরতন্ত্র সৃষ্টি করেছেন আপনি। বেশি লুটপাটের অধিকার আপনি দিয়েছেন। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছেন আপনি। সাইবার আইন পাস করেছেন আপনি। অতএব আপনাকে পদত্যাগ করতে হবে এবং সংসদ ভেঙে দিতে হবে। আর বিএনপির এক দফা দাবি আপনাকে মানতেই হবে। এর কোনো বিকল্প ব্যবস্থা আপনার হাতে নেই। যতই তালবাহানা করেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবেন, এত সহজ নয়।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষজনের আমাদের এ আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন আছে এবং থাকবে। তাই আপনারা সময় থাকতে পদত্যাগ করুন।

ডিএমপি কমিশনারকে উদ্দেশ করে জয়নুল আবেদীন ফারুক বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কীভাবে একটি পরিবারের দ্বন্দ্বে এবং মারামারির ঘটনায় যারা আহত হয়েছেন ও দাঁত পড়ে গেছে, তাদের দেখতে যান। আমাদের তো বহু নেতাকর্মীকে পিটিয়ে রাজপথে পা ভেঙে দিয়েছেন, কোমর ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন। বহু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কই তাদের তো ডিএমপির পক্ষ থেকে একটিবারও কেউ দেখতে যাননি। ট্যাক্স আমরাও দিই, আমরা এই দেশের স্বাধীনতার যোদ্ধা। এটাই কি তাহলে গণতন্ত্রের নমুনা।

তিনি বলেন, মাত্র এডিসি হারুনের খেলা শুরু হয়েছে। আপনি রানা প্লাজা ধ্বংসের কথা জানেন। শেয়ারবাজারের কথা জানেন। দেশের জনগণ কীভাবে আছে, এটা আপনি জানেন না। জানতে আপনাকে হবেই। স্বৈরাচারীরা ক্ষমতায় থাকার জন্য সব সময় অস্ত্র ব্যবহার করে কিন্তু সফল হতে পারে না। আপনিতো সোজা পথে চলার যুক্তি নেবেন না। আপনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হন, তাহলে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন আপনার লোক আছে বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পেশাজীবী পরিষদ নেতা মো. আবু হানিফ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক নেসার আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।