Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের কেশবপুরে ৮ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ কারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে ও মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে যশোর-চুকনগর সড়কে পৃথক সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণ কারিগর জয়দেব সরকার (৫০) ও মধ্যকুল মাঝেরপাড়া এলাকার পথচারী বৃদ্ধ আবুল কাশেম (৭৫)। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৬টার দিকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক চুকনগর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। উপজেলার মধ্যকুল এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধ আবুল কাশেমকে ওই ট্রাকটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে হেলে আটকে যায়।

অপরদিকে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে স্বর্ণ কারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল বুঝতলা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেবের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে জয়দেব সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনার লবনচরা থানার আমতলা গ্রামের শাওন হোসেন (২৭) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত স্বর্ণ কারিগর জয়দেব সরকার কেশবপুর শহরের প্রাইম জুয়েলার্সে কাজ করতেন।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মধ্যকুল ও আলতাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি নুরুজ্জামান চানু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মধ্যকুল এলাকা থেকে ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

প্রকাশের সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের কেশবপুরে ৮ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ কারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে ও মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে যশোর-চুকনগর সড়কে পৃথক সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণ কারিগর জয়দেব সরকার (৫০) ও মধ্যকুল মাঝেরপাড়া এলাকার পথচারী বৃদ্ধ আবুল কাশেম (৭৫)। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৬টার দিকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক চুকনগর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। উপজেলার মধ্যকুল এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধ আবুল কাশেমকে ওই ট্রাকটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে হেলে আটকে যায়।

অপরদিকে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে স্বর্ণ কারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল বুঝতলা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেবের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে জয়দেব সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনার লবনচরা থানার আমতলা গ্রামের শাওন হোসেন (২৭) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত স্বর্ণ কারিগর জয়দেব সরকার কেশবপুর শহরের প্রাইম জুয়েলার্সে কাজ করতেন।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মধ্যকুল ও আলতাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি নুরুজ্জামান চানু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মধ্যকুল এলাকা থেকে ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।